নাসা বিজ্ঞানীরা জানালেন, ইতিমধ্যেই পৃথিবী ঘোরা হয়ে গেছে ভিনগ্রহবাসী দের

 

বাংলা হান্ট ডেস্ক :- নাসার বিজ্ঞানী সিলভানো পি কলম্বানো দাবি করেছেন যে ভিনগ্রহবাসীরা নাকি এর মধ্যেই পৃথিবী ঘুরে গেছে, আমার লক্ষ্য করিনি।নাসার এইমস রিসার্চ সেন্টারে ভিনগ্রহবাসীদের দেখতে না পাওয়ার ব্যপারে ব্যখ্যা করতে গিয়ে তিনি বলেছেন-”আমাদের কল্পনা জগৎের মধ্যে থাকা ভিনগ্রহবাসীদের ছবির সঙ্গে আদতেও তাঁদের কোনও মিল ই নেই”। তাই তারা সামনে এলেও আমরা দেখতে পাইনি”।

 

কলম্বানোর কথা অনুযায়ী, ”আমাদের মনে সবসময়ই ভিনগ্রহীদের ব্যপারে একটা অনন্য চিন্তাভাবনা রয়েছে। আমরা মনে করি তাদের শরীর হয়তো কার্বন যোগে তৈরী। তাই তারা সামনে আসার পরেও চিনতে পারিনা”।

78caf img 20190515 120338

ওই গবেষণাপত্রে কলম্বানো লিখেছেন, আমাদের চিন্তাভাবনায় ভুল রয়েছে ভিনগ্রহীদের সম্পর্কে। আমরা ক্রমাগত মহাকাশ প্রদক্ষিণ করার ব্যপারে ভাবছি কিন্তু এটা আমাদের মাথায় কিছুতেই আসেনা যে ভিনগ্রহবাসীরাও পৃথিবীতে আসতে পারে বা ইতিমধ্যেই বলাবাহুল্য এসে পড়েছে।

সম্পর্কিত খবর