তৈরি থাকুন! ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে রং বদলাবে আবহাওয়া, আগাম আপডেট দিল হাওয়া অফিস

Published on:

Published on:

south bengal weather(195)
Follow

বাংলা হান্ট ডেস্ক: পৌষের শেষে একবার তাপমাত্রা বাড়ছে, একবার কমছে। তবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) সাময়িকভাবে কিছুটা পারদ চড়লেও আপাতত যে শীত বিদায় নিচ্ছে না সেই বিষয়ই স্পষ্ট করল আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মকর সংক্রান্তি থেকেই সক্রিয় হবে উত্তুরে হাওয়া। ফের হুড়মুড়িয়ে নামবে পারদও।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী সাতদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। তবে সর্বনিম্ন তাপমাত্রা নামবে সর্বত্রই। তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে আগামী কয়েকদিনে।

হাওয়া অফিস বলছে, বুধবার থেকেই পারদ নিম্নমুখী হবে দক্ষিণবঙ্গে। কলকাতার পাশাপাশি গোটা দক্ষিণবঙ্গেই বাড়বে শীতের দাপট। আবহাওয়া শীত কমার পূর্বাভাস নেই কোনো। মাঘ মাসের প্রথম কয়েক সপ্তাহ পর্যন্ত শীতের দাপট বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আপাতত কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সহ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি হবে না। শুকনো থাকবে আবহাওয়া।

এদিকে বজায় থাকবে শীতের দোসর কুয়াশা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার প্রভাব থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে দৃশ্যমানতা কমতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এই সব জেলাগুলিতে কুয়াশা বেশি থাকার সম্ভাবনা।

south bengal weather(165)

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরের জেলাগুলিতে শীতের সমান দাপট রয়েছে। তবে গত কয়েকদিনে দিনের তাপমাত্রা বেড়েছে। আপাতত দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আগামী পাঁচ দিন কোথাও রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না উত্তরের জেলাগুলিতে।

এদিকে কুয়াশার জেরে সতর্কতা রয়েছে কোচবিহার ও উত্তর দিনাজপুর এবং দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। বাকি জেলাগুলিতেও কম-বেশি কুয়াশা থাকবে।