হু হু করে বাড়ছে মুসলিম জনসংখ্যা! প্রকাশ্যে এই ৫ দেশের চমকে দেওয়া রিপোর্ট, কোন পজিশনে ভারত ?

বাংলাহান্ট ডেস্ক : গোটা বিশ্বে দ্রুত বৃদ্ধি পাচ্ছে ইসলাম ধর্মাম্বলীর সংখ্যা। পিউ রিসার্চ সেন্টারের একটি রিপোর্ট বলছে, এইভাবে যদি মুসলিম (Muslim) জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে তাহলে 2070 সালের মধ্যে তা ছাপিয়ে যাবে খ্রিস্টান জনসংখ্যাকে। পিউ রিসার্চ সেন্টার জানাচ্ছে, পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 24 শতাংশ মুসলিম।

বিশ্বে মোট মুসলিম ধর্মাম্বলীর সংখ্যা 1.8 বিলিয়ন (প্রায় 1800000000 বিলিয়ন)। অপরদিকে, খ্রিস্টান ধর্মাম্বলীর সংখ্যা 2.4 বিলিয়ন (প্রায় 2400000000 বিলিয়ন)। অনুমান করা হচ্ছে, ২০৫০ সাল নাগাদ মুসলিমদের সংখ্যা পৌঁছে যাবে খ্রিস্টানদের কাছাকাছি। এই সময়টাতে 73 শতাংশ হারে বুদ্ধি পাবে মুসলিমদের জনসংখ্যা, যেখানে খ্রিস্টানদের জনসংখ্যা বৃদ্ধি পাবে 35 শতাংশ হারে।

আরোও পড়ুন : GPay, Phonepe-র দিন শেষ! এবার খেল দেখাবে নতুন UPI পরিষেবা, শুরু করছে আদানি গোষ্ঠী

এই রিসার্চ সেন্টার বলছে, এশিয়া প্যাসিফিক অঞ্চলে সব থেকে বেশি মুসলিম মানুষ থাকেন। এই অঞ্চলে মোট জনসংখ্যার 61.7 শতাংশ মুসলিম। পাশাপাশি 19.8% মুসলিম জনসংখ্যা মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায়, 15.5% সাব-সাহারান আফ্রিকায়, 2.7% ইউরোপে, 0.2% উত্তর আমেরিকায় এবং 0.1% লাতিন আমেরিকায় বসবাস করছে।

আরোও পড়ুন : কারেন্ট নেই! চালানো গেল না নেবুলাইজার! তীব্র শ্বাসকষ্টে দক্ষিণ ২৪ পরগনার হাসপাতালে মৃত্যু শিশুর

বিশ্বের সবথেকে বেশি মুসলিম জনসংখ্যার মানুষ বাস করেন ইন্দোনেশিয়ায়। মুসলিম জনসংখ্যার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান ও তৃতীয় স্থানে রয়েছে ভারত (India)। পিউ রিসার্চ সেন্টার বলছে, ইন্দোনেশিয়াকে ছাপিয়ে পাকিস্তান 2030 সালের মধ্যে হয়ে উঠবে বিশ্বের সবথেকে বেশি মুসলিম জনসংখ্যার দেশ।

2050 সাল নাগাদ মুসলিম জনসংখ্যার ক্ষেত্রে পাকিস্তানকে ছাপিয়ে ভারত হয়ে উঠবে বিশ্বের সবথেকে বেশি মুসলিম বসবাসকারী দেশ। 2050 সালের মধ্যে নাইজারে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাবে 148 শতাংশ। বর্তমানে এই দেশে বাস করে 21 মিলিয়ন মুসলিম। 2050 সালের মধ্যে এদেশে মুসলিম জনসংখ্যা হবে 54 মিলিয়ন।

why do muslims fast

 

অন্যদিকে, 2050 সালের মধ্যে ইরাকে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাবে 94%। 2050 সাল নাগাদ ইরাকে বসবাস করবেন 80.11 মিলিয়ন মুসলিম। ভারতের ব্যাপারে বলতে গিয়ে পিউ রিসার্চ সেন্টার বলছে, 2050 সালের মধ্যে 40 শতাংশ মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাবে ভারতে। এই সময়টাতে ভারতের মোট জনসংখ্যার 18.4% হবে মুসলিম।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর