বাংলা হান্ট ডেস্ক: আমরা যদি স্বাধীনতার পূর্বে দেশের (India) ব্যবসায়িক ঘরানাগুলির দিকে তাকাই সেক্ষেত্রে টাটা-বিড়লা সহ আরও একাধিক প্রতিষ্ঠানের উপস্থিতি আমরা দেখতে পাবো। তবে, সেই সময়কার প্রতিষ্ঠানগুলির মধ্যে বর্তমানে অনেকের নাম হারিয়ে গেলেও কয়েকটি এখনও আধিপত্য বজায় রেখেছে। আমরা যদি ভারতের প্রাচীনতম ব্যবসায়িক গোষ্ঠীর বিষয়ের দিকে আলোকপাত করি তাহলে দেখা যাবে যে টাটা-বিড়লার আগেও দেশে (India) ব্যবসায়িক ক্ষেত্রে দাপট দেখিয়েছিল ওয়াদিয়া গ্রুপ (Wadia Group)। যার ভিত্তি স্থাপিত হয়েছিল প্রায় ৩০০ বছর আগে অর্থাৎ ১৭৩৬ সালে। মোগল বাদশাহ মোহাম্মদ শাহের আমলে লাভজি নুসেরওয়ানজি ওয়াদিয়া দ্বারা এই ব্যবসায়িক সফরের শুরু হয়েছিল। যেটি আজও দাপটের সাথে তার উপস্থিতি বজায় রেখেছে। শুধু তাই নয়, বিস্কুট থেকে শুরু করে অ্যাভিয়েশন প্রতিটি ক্ষেত্রেই সক্রিয় রয়েছে এই গ্রুপ।
ভারতের (India) সবথেকে প্রাচীনতম ব্যবসায়িক গ্রুপ:
সফর শুরু হয়েছিল জাহাজ তৈরির মাধ্যমে: জানিয়ে রাখি যে, ওয়াদিয়া গ্রুপ ১৭৩৬ সালে জাহাজ নির্মাণের মাধ্যমে ভারতে (India) তাদের ব্যবসায়িক সফর শুরু করেছিল। লাভজি নুসেরওয়ানজি ওয়াদিয়া দ্বারা শুরু করা গ্রুপের এটিই ছিল প্রথম ব্যবসা। রিপোর্ট অনুসারে, ওয়াদিয়া গ্রুপ, তার প্রাথমিক ব্যবসার মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য ৩৫৫ টি জাহাজ তৈরি করেছিল।
ওই ব্যবসা ১০০ বছরেরও বেশি সময় ধরে চলতে থাকে: রিপোর্ট অনুসারে, ওয়াদিয়া গ্রুপের জাহাজ তৈরির ব্যবসা প্রায় ১৩০ বছর অব্যাহত ছিল। এরপরে, ১৮৬৩ সালে ব্যবসা সম্প্রসারণ করে। এজন্য Bombay Burmah Trading Corporation Limited (BBTCL) প্রতিষ্ঠিত হয়। সেগুন কাঠের ব্যবসা করার পরে চা, কফি এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্যের ব্যবসা শুরু হয়।
১৮৭৯ সালে টেক্সটাইল কোম্পানি বোম্বে ডাইং-এর ভিত্তি স্থাপন করে ওয়াদিয়া গ্রুপের পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়েছিল। এটি শুরু করেছিলেন নওরোজি নুসেরওয়ানজি ওয়াদিয়া। বোম্বে ডাইংয়ের পরে, গ্রুপটি অন্যান্য সেক্টরেও প্রবেশ করে। ১৮৯২ সালে, কলকাতার একটি কারখানায় মাত্র ২৯৫ টাকা বিনিয়োগে বিস্কুট তৈরি করা শুরু হয়েছিল। আজ যেটি ব্রিটানিয়া এফএমসিজি কোম্পানিতে রূপান্তরিত হয়েছে।
আরও পড়ুন: বিরাট কারনামা করে দেখালেন NASA-র বিজ্ঞানীরা! সন্ধান মিলল পৃথিবীর মতোই আরেকটি গ্রহের
দেশ স্বাধীন হওয়ার পর ব্যবসায়ে তুমুল অগ্রগতি: স্বাধীনতা (India) পরবর্তী সময়ে ওয়াদিয়া গ্রুপের ব্যবসায়ে বিরাট অগ্রগতি ঘটে। গ্রুপের বর্তমান চেয়ারম্যান নুসলি ওয়াদিয়া গ্রুপকে উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ১৯৭৭ সালে মাত্র ২৬ বছর বয়সে গ্রুপের দায়িত্ব নেন। সেইসময়ে তাঁর বাবা বোম্বে ডাইং বিক্রি করার পরিকল্পনা করলেও নুসলি ওয়াদিয়া তাঁকে তা করতে দেননি। বরং, তাঁর নেতৃত্বে কোম্পানিটি অন্যান্য সেক্টরের পাশাপাশি অ্যাভিয়েশন সেক্টরেও তার প্রভাব প্রতিষ্ঠা করে। গো এয়ার (এখন গো ফার্স্ট) হল ওয়াদিয়া গ্রুপের বিমান সংস্থা।
আরও পড়ুন: মন থেকে ডাকলেই মা করেন ইচ্ছেপূরণ! কলকাতার “জীবন্ত কালী” শ্যামসুন্দরী খালি হাতে ফেরান না কাউকেই
এদিকে, ওয়াদিয়া গ্রুপের অন্যান্য বড় ব্যবসা এবং কোম্পানিগুলির কথা বললে, এগুলির মধ্যে রয়েছে বম্বে ডাইং, ব্রিটানিয়া বিস্কুট, বম্বে রিয়েলটি, ওয়াদিয়া টেকনো-ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস, বোম্বে বুমরাহ, ন্যাশনাল পারক্সাইড এবং গো ফার্স্ট।