বিনা মেঘে বজ্রপাত! ‘তেঁতুলপাতা’ আসতেই শেষ হচ্ছে জলসার এই জনপ্রিয় ধারাবাহিক!

বাংলা হান্ট ডেস্কঃ স্টার জলসায় পর্দায় ফের আসছে একটি নতুন ধারাবাহিক (Bengali Serial)। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে আসন্ন মেগা ‘তেঁতুলপাতা’র প্রোমো। নামভূমিকায় দেখা যাবে জনপ্রিয় টেলি অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী ঋতব্রতা দে-কে। জানা যাচ্ছে, একান্নবর্তী পরিবারের কাহিনী বলবে এই সিরিয়াল। এবার শোনা যাচ্ছে, এই মেগাকে স্থান করে দিতেই কোপ পড়তে চলেছে জলসার (Star Jalsha) আর একটি জনপ্রিয় ধারাবাহিকের ওপর।

শেষ হয়ে যাচ্ছে চর্চিত এই মেগা (Bengali Serial)!

‘তেঁতুলপাতা’র প্রথম প্রোমো বেশ ভালোলেগেছে দর্শকদের। কেউ বলছেন, বেশ বলিউডি ব্যাপার আছে এই মেগায়। কারোর আবার দাবি, ‘জব উই মেট’ সিনেমার রিমেক! সত্যিই রিমেক কিনা তা জানতে ধারাবাহিক শুরু হওয়া অবধি অপেক্ষা করতে হবে দর্শকদের। তবে তার আগে শোনা যাচ্ছে, এই মেগাকে স্থান করে দিতে শীঘ্রই শেষ করা হবে জলসার আর একটি জনপ্রিয় সিরিয়াল (Bengali Serial)। সেই নাম প্রকাশ্যে আসতেই সিরিয়ালপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে চর্চা।

আগামী ২২ জুলাই অথবা ২৯ জুলাই থেকে সন্ধ্যা ৭:৩০-র স্লটে ‘তেঁতুলপাতা’ (Tentulpataa) শুরু হতে পারে বলে খবর। কেউ কেউ আবার বলছেন, সন্ধ্যা ৭টার স্লটেও দেখানো হতে পারে এই মেগা। একইসঙ্গে জানা যাচ্ছে, গৌরব-ঋতব্রতার ধারাবাহিককে স্থান করে দিতে শেষ করা হতে পারে ‘বঁধুয়া’ অথবা ‘হরগৌরী পাইস হোটেল’।

আরও পড়ুনঃ সোহমের বিরুদ্ধে ‘আওয়াজ’ তোলার জের? চরম বিপাকে রেস্তোরাঁর মালিক! তুমুল শোরগোল

জলসার এই দুই ধারাবাহিকের (Bengali Serial) TRP তালিকায় অবস্থান বিশেষ নজরকাড়া নয়। বিশেষত ‘বঁধুয়া’ প্রায় প্রত্যেক সপ্তাহেই ‘ফুলকি’র কাছে স্লটহারা হচ্ছে। তাই মনে করা হচ্ছে, কোপ পড়তে পারে এই সিরিয়ালের ওপর। ‘হরগৌরী পাইস হোটেল’ হয়তো আরও কিছুটা সময় চলবে।

Bengali serial Tentulpataa

‘তেঁতুলপাতা’র সম্প্রচার শুরুর দিনক্ষণের পাশাপাশি আরও একটি আপডেট সামনে এসেছে। জানা যাচ্ছে, এই মেগায় দ্বিতীয় নায়িকা হিসেবে দেখা যাবে ‘মিঠাই’য়ের নিপা তথা অভিনেত্রী ঐন্দ্রিলা সাহাকে। ‘মিঠাই’ ছাড়াও এর আগে তাঁকে ‘খনার বচন’, ‘রানী রাসমণি’, সৌদামিনীর সংসার’ ধারাবাহিকে দেখেছেন দর্শকরা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর