বাংলাহান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় আজকাল বিভিন্ন ধরনের খেলা ঘোরাফেরা করে। তার মধ্যে অন্যতম জনপ্রিয় হল অপটিক্যাল ইল্যুশন (Optical Illusion)। ছোটবেলায় আমরা বিভিন্ন পত্রপত্রিকায় এই ধরনের অপটিক্যাল ইল্যুশনের খেলা খেলেছি। অপটিক্যাল ইল্যুশন যারা সমাধান করতে পারেন তারা নিঃসন্দেহে জিনিয়াস।
অপটিক্যাল ইল্যুশনের (Optical Illusion) ধাঁধা
এই ধরনের সমাধান পরিচয় দেয় আপনার তীক্ষ্ণ বুদ্ধির ও সজাগ ইন্দ্রিয়ের। আজকের প্রতিবেদনে আমরা তেমনই একটি অপটিক্যাল ইল্যুশন (Optical Illusion) নিয়ে এসেছি আপনাদের জন্য। ভালো করে নিচের ছবিটি দেখুন। এই ছবিটিতে রয়েছে বাঘের দল। তবে এই বাঘের দলে এমন একটি বাঘ রয়েছে যা অন্যদের থেকে আলাদা। আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই বাঘটিকে চিহ্নিত করতে হবে।
আরোও পড়ুন : ঝালমুড়ি তো হামেশাই খান! কিন্তু, ইংরেজিতে কী বলে জানেন? উত্তর দিতে পারেন না ৯৯% মানুষই
অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) এই খেলায় আপনাকে ১৮ সেকেন্ডের সময় বেঁধে দেওয়া হবে। এই ১৮ সেকেন্ডের মধ্যে আপনাকে ভিন্ন দেখতে বাঘটি খুঁজে বার করতে হবে। আপনি যদি এই বাঘটি খুঁজে বার করতে পারেন তাহলে আপনি হয়ে উঠতে পারেন তীক্ষ্ণ চোখের ব্যক্তি। আপনার আঠারো সেকেন্ডের সময় শুরু হল এখন। ১৮ সেকেন্ডের মধ্যে ছবিতে থাকা ভিন্ন দেখতে বাঘটি খুঁজে বার করুন।
যদি খুঁজে না বার করতে পারেন তাহলে হতাশ হবেন না। এই খেলাটি আপনি আপনার বন্ধু বান্ধবদের সাথেও খেলতে পারেন। তাদেরও নির্দিষ্ট সময় বেঁধে দিন। এই সময়ের মধ্যে তাদের খুঁজে বার করতে বলুন ভিন্ন দর্শন বাঘটিকে। প্রতিবেদনের মধ্যে একটি ছবিতে আমরা মার্ক করে ভিন্ন দর্শন বাঘটিকে চিহ্নিত করে দিয়েছে। এবার মিলিয়ে নিন আপনার অনুসন্ধান সঠিক কিনা।