বাংলা হান্ট ডেস্ক: সংবাদমাধ্যমের দৌলতে হামেশাই শিরোনামে উঠে আসেন বিশ্বের খ্যাতনামা ধনী ব্যক্তিরা। তাঁদের মধ্যে অন্যতম হলেন এলন মাস্ক,জেফ বেজোস, বার্নার্ড আর্নল্ট এবং মার্ক জুকারবার্গের মতো কোটিপতিরা। এই তালিকায় রয়েছেন মুকেশ আম্বানি, কিংবা গৌতম আদানির মতো ভারতীয় ধনকুবেররাও। তবে সাধারণত কোটিপতিদের কথা উঠলে বেশিরভাগ সময় আমাদের মনে আসে পুরুষদের নাম।
বিশ্বের সবচেয়ে ধনী মহিলা (Worlds Richest Woman):
কিন্তু আজ আপনাদের এমন একজন মহিলার (Worlds Richest Woman) কথা জানাবো যিনি একসময় কার্যত বসে থাকতেন টাকার পাহাড়ে। এই মহিলার মোট সম্পদের পরিমাণ ছিল ১৬ ট্রিলিয়ন ডলার। যার আশেপাশেও নেই ভারতবর্ষের মতো বিশাল দেশের পুরো অর্থনীতিও। এখানে কথা হচ্ছে তাং রাজবংশের বিখ্যাত সাম্রাজ্ঞী,উ জেতিয়ানের (Wu Zetian)।
আরও পড়ুন: ভারতের সোনার সিংহাসন লন্ডনে গেল কীভাবে? নেপথ্যে রয়েছে কোন অজানা রহস্য?
তবে জানলে অবাক হবেন, উকে এতটাই উচ্চাভিলাষী ছিলেন যে ক্ষমতায় আসার জন্য তিনি নাকি তাঁর কন্যাকেও হত্যা করেছিলেন। এমনকি পুত্রদের রাজার পদ থেকে সরিয়ে ক্ষমতায় আসেন। পরবর্তীতে ৬৯০ থেকে ৭০৫ পর্যন্ত ১৫ বছরের শাসনকালে, তিনি চীনা সাম্রাজ্যের বিকাশে বিরাট অবদান রেখেছিলেন।
বলা হয় উ জেতিয়ান চীনের প্রথম এবং একমাত্র মহিলা শাসক। তিনি ছিলেন একজন সুশিক্ষিত, দূরদৃষ্টিসম্পন্ন এবং প্রতিভাবান বক্তা। নিজের শাসনকালে প্রচুর অর্থ সম্পত্তি তৈরী করা পাশাপাশি একাধিক জন কল্যাণমূলক নীতি বাস্তবায়িত করেছিলেন উ জেতিয়ান। একসময় তিনি কর কমিয়ে দেওয়ার পাশাপাশি পুনরায় সিল্ক রোড চালু করে ব্যবসার নতুন পথ খুলে দিয়েছিলেন।