ধর্ষণ-খুন করিনি! ‘যাওয়ার আগেই সব হয়ে গিয়েছিল’! CBI জেরায় তোলপাড় করা দাবি সঞ্জয়ের

বাংলা হান্ট ডেস্কঃ ৩৬০ ডিগ্রি ঘুরে গেল আরজি কর কাণ্ডের মোড়! তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায় একের পর এক বিস্ফোরক দাবি করে কার্যত শোরগোল ফেলে দিলেন। আগে শোনা গিয়েছিল, পুলিশের কাছে নিজের দোষ কবুল করেছেন তিনি। ‘ফাঁসি দিতে চাইলে দিয়ে দিন’, এমন মন্তব্যও নাকি করেছিলেন। তবে এবার সিবিআইয়ের কাছে একেবারে উল্টো দাবি করলেন এই সিভিক ভলেন্টিয়ার (RG Kar Incident)।

সিবিআই জেরায় বিস্ফোরক দাবি সঞ্জয়ের (RG Kar Incident)!

কলকাতা পুলিশ নয়, বর্তমানে আরজি কর কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই। লাগাতার জেরা করা হচ্ছে ধৃত সঞ্জয়কে। ইতিমধ্যেই তাঁর পলিগ্রাফ টেস্টের অনুমতি মিলেছে। যদিও সেই পরীক্ষা করা নিয়ে দেখা দিয়েছে জটিলতা। শোনা যাচ্ছে, সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট হবে কিনা তা বৃহস্পতিবার ঠিক হতে পারে। ওইদিন হেফাজতে থাকার মেয়াদ শেষ হলে তাঁকে আদালতে তোলা হবে।

এদিকে সূত্র মারফৎ জানা যাচ্ছে, সিবিআই (CBI) জেরায় ধৃত সিভিক ভলেন্টিয়ার দাবি করেছে, সে ধর্ষণ-খুন করেনি। বরং সে ঘটনাস্থলে যাওয়ার আগেই নাকি সেই ঘটনা ঘটে গিয়েছিল। খবর পাওয়ার পর সে শুধুমাত্র দেখতে গিয়েছিল। তাই সে ওই তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুন করেছে কিনা সেটা যে কোনও পরীক্ষা করে দেখা হোক।

আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডের মাঝেই মিমিকে ধর্ষণের হুমকি! চরম পদক্ষেপ অভিনেত্রীর … তোলপাড় বাংলা!

উল্লেখ্য, আরজি কর কাণ্ডে নির্যাতিতার পরিবার থেকে জুনিয়র চিকিৎসক সকলেরই দাবি, এটা একার কাজ নয়। সঞ্জয় একা নন, এই ঘটনার সঙ্গে আরও জড়িত একাধিক। এদিকে শুরুতে শোনা গিয়েছিল, কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর সঞ্জয় (Sanjoy Roy_ নাকি নিজের অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন। চিৎকার করে কাউকে বলে দেবে সেই কারণে খুন করেছেন বলে জানিয়েছিলেন তিনি। তবে সিবিআই জেরায় একেবারে উল্টো দাবি করলেন তিনি।

RG Kar incident Sanjoy Roy

এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর চর্চা। সঞ্জয় যদি একথা বলে থাকেন, তাহলে আসল অপরাধী কে (RG Kar Incident)? দেখা দিয়েছে এই প্রশ্ন। বর্তমানে কোমর বেঁধে আরজি কর কাণ্ডের তদন্তে নেমে পড়েছে সিবিআই। শীঘ্রই এই ঘটনার রহস্যভেদ হবে বলে আশা করছেন সকলে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর