এবারে সেমিকন্ডাক্টর সেক্টরে রাজকীয় “এন্ট্রি” আদানির! এই রাজ্যে করলেন ৮৩,৯৪৭ কোটির বিনিয়োগ

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আদানি গ্রুপ (Adani Group) এবার একটি ইজরায়েলি কোম্পানির সহযোগিতায় মোট ৮৩,৯৪৭ কোটি টাকা (১০ বিলিয়ন ডলার) বিনিয়োগের সাথে মহারাষ্ট্রে একটি সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করতে চলেছে। মূলত, মহারাষ্ট্র সরকার চারটি উচ্চ-প্রযুক্তির প্রকল্প অনুমোদন করেছে। যেখানে ইজরায়েলি কোম্পানি টাওয়ার সেমিকন্ডাক্টরের সাথে আদানি গ্রুপের (Adani Group) অংশীদারিত্বে থাকা প্রকল্পটিও রয়েছে। এই প্রকল্পগুলিতে মোট ১.১৭ লক্ষ কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। যেখানে প্রায় ২৯,০০০ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

সেমিকন্ডাক্টর সেক্টরে এন্ট্রি আদানি গ্রুপের (Adani Group):

অনুমোদন মিলেছে শুক্রবার: এদিকে, আধিকারিকরা জানিয়েছেন, রাজ্য মন্ত্রিসভার শিল্প বিভাগের উপ-কমিটির বৈঠকে এই প্রকল্পগুলি অনুমোদন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কার্যালয় (সিএমও) থেকে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে যে, এই প্রকল্পগুলির অধীনে সেমিকন্ডাক্টর এবং বৈদ্যুতিক যানবাহণ (EV) উৎপাদনের মতো ক্ষেত্রে বিনিয়োগ করা হবে।

কী জানিয়েছেন মুখ্যমন্ত্রী: বিষয়টির পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন যে, এই প্রকল্পগুলি স্থানীয় সাপ্লাই চেইনকে শক্তিশালী করতে সাহায্য করবে। তাঁর মতে, এই প্রকল্পগুলি মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (MSME)-র সাথে যুক্ত স্টেকহোল্ডারদের সাহায্য করবে এবং স্থানীয় শ্রমশক্তিকে প্রশিক্ষণ ও দক্ষতা বিকাশের সুযোগ দেবে।

Adani Group has made an "entry" in the semiconductor sector.

প্রকল্পের বিবরণ: বিবৃতি অনুসারে জানা গিয়েছে যে, আদানি গ্রুপ (Adani Group) ইজরায়েলি কোম্পানি টাওয়ার সেমিকন্ডাক্টরের সহযোগিতায় একটি বিশাল সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং প্রজেক্ট স্থাপন করবে। এই প্রকল্পের প্রথম পর্যায়ে ৫৮,৭৬৩ কোটি টাকা এবং দ্বিতীয় পর্যায়ে ২৫,১৮৪ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এই প্রকল্পে মোট বিনিয়োগ হবে ৮৩,৯৩৭ কোটি টাকা। যেখানে ১৫,০০০ কর্মসংস্থানের অনুমান করা হচ্ছে। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, এটি আদানি গ্রুপের (Adani Group) জন্য সেমিকন্ডাক্টর সেক্টরে প্রথম পদক্ষেপ বিবেচিত হবে।

আরও পড়ুন: অধিনায়ক হিসেবে ধোনি-কোহলি-রোহিতের মধ্যে কে বেশি “চতুর”? রাখঢাক না রেখে জানিয়ে দিলেন অশ্বিন

প্রতি মাসে ৪০,০০০ চিপ তৈরি করা হবে: মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম “X”-এ বলেছেন যে আদানি-টাওয়ার জোট মুম্বাইয়ের উপকণ্ঠে তালোজায় এই চিপ উৎপাদন কারখানা স্থাপন করবে। তিনি বলেন, প্রথম ধাপে প্রতি মাসে ৪০,০০০ চিপ তৈরি করা হবে এবং দ্বিতীয় ধাপে এই পরিমাণ প্রতি মাসে ৮০,০০০ করা হবে। এছাড়াও, স্কোডা অটো-ভক্সওয়াগেন ইন্ডিয়া পুণেতে ১২,০০০ কোটি টাকার বিনিয়োগের মাধ্যমে একটি বৈদ্যুতিক যানবাহণ উৎপাদন প্রকল্প স্থাপন করবে। যেখানে ১,০০০ জনের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এর পাশাপাশি টয়োটা কির্লোস্কর মোটর কোম্পানি ছত্রপতি সম্ভাজিনগরে তার বিশাল বৈদ্যুতিক যান তৈরির প্রকল্প নিয়ে আসবে। এই প্রকল্পে ২১,২৭৩ কোটি টাকা বিনিয়োগ করা হবে এবং প্রায় ১২,০০০ কর্মসংস্থান তৈরি হবে।

আরও পড়ুন: এবার কপাল পুড়বে আম্বানির! ভারতে ঝড় তুলতে প্রস্তুত আফ্রিকার এই কোম্পানি, সামনে এল পরিকল্পনা

অমরাবতীতেও প্রকল্প: এছাড়াও, রেমন্ড লাক্সারি কটনস অমরাবতীতে একটি বিশাল প্রকল্প স্থাপন করবে। যেখানে স্পিনিং, থ্রেড ডাইং, জুট উইভিং, তুলা, পাট, মেস্তা বুননের মাধ্যমে পণ্য তৈরি করা হবে। এই প্রকল্পে ১৮৮ কোটি টাকা বিনিয়োগ হবে এবং ৫৫০ জনের কর্মসংস্থান হবে বলে জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর