‘সাইজ কত’ উঠতি মডেলকে ম্যাসেজ! যৌন হেনস্তার অভিযোগ উঠতেই সরব জয়জিৎ

বাংলা হান্ট ডেস্ক : এবার যৌন হেনস্তার অভিযোগে বিতর্কের জড়ালেন অভিনেতা জয়জিৎ বন্দোপাধ্যায় (Joyjit Banerjee)একের পর এক যৌন হেনাস্থার অভিযোগে সরগরম গোটা বিনোদন জগৎ। ইতিপূর্বে অভিনেত্রীদের সাথে অশালীন আচরণ এবং যৌনা হেনস্তার অভিযোগে ছয়লাপ হয়ে যায় মালায়ালাম ইন্ডাস্ট্রি। তারপর সেই অস্থির পরিস্থিতিতেই কলকাতার টলিউড ইন্ডাস্ট্রিতেও উঠে আসে একের পর এক যৌন নির্যাতনের অভিযোগ। নাম জড়ায় বহু জনপ্রিয় পরিচালক অভিনেতাদের-ও। ইতিমধ্যেই এই অভিযোগের জেরে ডিরেক্টর্স গিল্ডের তরফ থেকে সাসপেন্ড করা হয়েছে জনপ্রিয় পরিচালক অরিন্দম শীলকে। তারপর অরিন্দম শীলের চরিত্র সম্পর্কে মুখ খুলে ছিলেন অভিনেতা জয়জিৎ বন্দোপাধ্যায় (Joyjit Banerjee)।

যৌন হেনস্তার অভিযোগ উঠতেই কি প্রতিক্রিয়া দিলেন জয়জিৎ বন্দোপাধ্যায় (Joyjit Banerjee)?

আর এবার খোদ এই অভিনেতার (Joyjit Banerjee) বিরুদ্ধেই উঠলো যৌন হেনস্তার অভিযোগ। এক উঠতি মডেল কাজ পাইয়ে দেওয়ার নাম করে সহবাস করার অভিযোগ এনেছেন জয়জিতের (Joyjit Banerjee) বিরুদ্ধে। শুধু তাই নয় মেসেজের মাধ্যমে জানতে চাওয়া হয়েছিল তাঁর অন্তর্বাসের সাইজও। ফেসবুক পেজে আমি ঝুমা নামের ওই মহিলা লিখেছেন ‘জয়জিৎ…সবাই চেনে…মেসেজ করে লিখে সাইজ কত জানতে চায়’, ‘ধিক্কার’, ‘উই ওয়ান্ট জাস্টিস রাইট নাও।’ হ্যাশট্যাগ ‘আর্টিস্ট’। সেইসাথে ওই জনৈক মহিলার দাবি ইতিমধ্যেই এক সংবাদমাধ্যমের কাছে নাকি তিনি সমস্ত প্রমাণ জমা দিয়েছেন। যদিও তারপরেই পাল্টা হুঁশিয়ারি দিয়ে খোদ অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়-ও (Joyjit Banerjee) সমস্ত অভিযোগ প্রমাণ করতে বলেছেন অভিযোগকারিণীকে।

মহিলার অভিযোগ সম্পূর্ণ  মিথ্যা

তবে ওই মহিলার অভিযোগ যে সম্পূর্ণ  মিথ্যা  তা বোঝাতে ফেসবুক পেজে একটি স্ক্রিনশট শেয়ার করে নিয়েছেন অভিনেতা। সেখানে দেখা যাচ্ছে, আমি ঝুমা নামের ওই মহিলা প্রায় চার বছর আগে অর্থাৎ ২০২০ সালে প্রথম জয়জিৎকে (Joyjit Banerjee) ফেসবুকের চ্যাট বক্সে হ্যালো লিখে পাঠিয়েছেন। যদিও তাকে কোন উত্তর দেননি অভিনেতা। আর তাদের মধ্যে তারপরে আর কোন কথোপকথন-ও হয়নি। এমনকি ওই মহিলা অভিনেতার ফেন্ডলিস্টেও নেই।

কি প্রতিক্রিয়া জয়জিতের?

এ প্রসঙ্গে সংবাদ প্রতিদিন ডিজিটালকে অভিনেতা জানিয়েছেন, ‘ আমি তো নিয়মিত প্রতিবাদ করছি।  প্রতিবাদী হলে তো এগুলো সইতেই হবে, তৈরি আছি। সে অভিযোগ করেছে। চ্যাটের স্ক্রিনশট দিয়ে দিয়েছি। সে তো আমার বন্ধু তালিকাতেও পড়ে না। এবং সে গত  ১২ ঘন্টায় কোন প্রমাণ দিতে পারল না?  আর কি বলব একটু হয়তো আলোচনায় থাকতে চাইছে। কিংবা আমি এত  প্রতিবাদ করছি সেটা থামানোরও একটা চেষ্টা হতে পারে।’

আরও পড়ুন : জয় গণেশ! জাগ্রত মন্দিরে প্রার্থনা করেই রুপাকে ফিরে পাবে সূর্য-দীপা? ‘অনুরাগের ছোঁয়া’য় থাকছে বিরাট চমক

মহিলার কি অভিযোগ?

টলি পাড়ার উঠতি ওই মডেলের  অভিযোগ ফেসবুক মেসেঞ্জারে জয়জিৎ তার সঙ্গে তিন বছর আগে যোগাযোগ করেছিলেন।  প্রথমে তাকে বাংলা সিনেমা কাজ পাইয়ে দেওয়ার প্রস্তাব  দিয়েছিলেন অভিনেতা।  ধীরে ধীরে কথার ধরন পাল্টাতে থাকে জয়জিতের। তিনি নাকি  সরাসরি শারীরিক সম্পর্কের প্রস্তাব দিয়ে কম্প্রোমাইজ করতে বলেন মডেলকে। আর এই সমস্ত কথোপকথনের প্রমাণ নাকি তিনি সংবাদমাধ্যমকে পাঠিয়েছেন।  ওই মডেলের দাবি জয়জিৎ নাকি নিজের স্ত্রীর সাথে বিচ্ছেদ দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর  সাথে সহবাস করেছিলেন।

একথা অভিনেতার স্ত্রীকে জানানোয় কাজ হয়নি। তিনি নাকি পাল্টা প্রশ্ন করেছিলেন কেন মডেল একজন বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন? যদিও জয়জিৎ  জানিয়েছেন ওই ‘আমি ঝুমা’ নামে তিনি কাউকে চেনেন না।  ওই মহিলার অভিযোগ অস্বীকার করার  পাশাপাশি আইনজীবীর পরামর্শ নিয়ে এবিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন জয়জিৎ। তবে জয়জিতের তরফ থেকে পাল্টা অভিযোগ আসতেই ওই মহিলার গলায় শোনা যায় উল্টো সুর।

Jayjit

সুর বদল মহিলার 

এরপর নিজের পোস্টের কমেন্ট সেকশনে তিনি লিখেছেন, ‘সকলে আমায় ইনবক্সে জানতে চাইছেন স্ক্রিনশট দেব কি না। কেউ কেউ নেগেটিভ কথা বলছেন। তাঁরা সকলেই পুরুষ। তাই সকলকে বলছি, মানুষকে তার ভুলটা ধরিয়ে দিতে হয়। পরেরবার ভুল করলে শাস্তি। তাই এইবারটা আমি কোনও পদক্ষেপ নিচ্ছি কি না সেটা বলা মুশকিল। আশা করি আপনারা বুঝবেন। বহুদিনের অভ্যাস। একটা মানুষ হঠাৎ করে অন্য জনকে খারাপ কথা বলে। একদিনের এটা বিষয় না।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর