আসছে আরও এক নতুন সিরিয়াল! কোন চ্যানেলে ফিরছেন অ্যানমেরি-সিদ্ধার্থ?

বাংলা হান্ট ডেস্ক :  বাংলা সিরিয়াল মানে টিআরপি তালিকায় সেরা হওয়ার লড়াই। প্রত্যেক সপ্তাহেই টিআরপি তালিকা নিয়ে চলতে থাকে জোর টক্কর। টেলিভিশনের পর্দায় নতুন সিরিয়াল শুরু হওয়াটা এখন একপ্রকার জলভাতে পরিণত হয়েছে। প্রত্যেক মাসেই বিনোদনমূলক চ্যানেলগুলিতে শুরু হচ্ছে নতুন সিরিয়াল। ফিরছেন নতুন পুরনো বহু জুটি। বাংলা সিরিয়ালের দর্শকদের এমনই এক পছন্দের জুটি অ্যানমেরি-সিদ্ধার্থ (Annmary-Siddharth)।

ফিরছে অ্যানমেরি-সিদ্ধার্থের (Annmary-Siddharth) জুটি

স্টার জলসা, জি বাংলার পর এবার জনপ্রিয় বিনোদনমূলক চ্যানেল সান বাংলার পর্দাতেও  আসছে আরও এক নতুন মেগা সিরিয়াল ‘দেবীবরণ’ (Devibaran)। এই মেগা সিরিয়ালের হাত ধরেই আরও একবার ছোট পর্দায় কামব্যাক  করতে চলেছেন দর্শকদের অত্যন্ত প্রিয় অভিনেত্রী অ্যানিমেরি টম (Annmary Tom)। শুধু তাই নয় এই মেগায় দর্শকদের জন্য থাকছে আরও চমক। সান বাংলার (Sun Bangla) ‘ফাগুনের মোহনা’ ধারাবাহিকের পর এই সিরিয়ালের হাত ধরেই আরো একবার কামব্যাক করছেন অ্যানিমেরি-সিদ্ধার্থ (Annmary-Siddharth) জুটি।

এই আসন্ন মেগা সিরিয়ালে আরও একবার অ্যানিমেরির নায়ক হচ্ছেন সিদ্ধার্থ সেন। ‘ফাগুনের মোহনা’ ধারাবাহিকে একসাথে অভিনয় করার পর ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল তাঁদের জুটি। তাই এই  ধারাবাহিকটি শেষ হওয়ার পর থেকেই অনুরাগীরা একাধিকবার দাবি জানিয়ে এসেছেন এই জুটিকে ফিরিয়ে আনার জন্য। অবশেষে দর্শকদের কথা রেখেছেন নির্মাতারা।

সাংসারিক কূটকচালি কিংবা পরকীয়া নয়, আকাশ সেন পরিচালিত এই আসন্ন মেগা সিরিয়ালে তুলে ধরা হবে একেবারে ভিন্ন স্বাদের গল্প। নায়িকা দেবযানি মধুডিহি গ্রামের মেয়ে। ঈশ্বর বিশ্বাসী দেবযানি সারাক্ষণ ঈশ্বর সেবায় মগ্ন থাকে। সে মনে করে ঈশ্বর তাঁর  সাথে সব ভালো করবেন। অন্যদিকে শহরের নামি ডাক্তার অনিকেত এক গাড়ি দুর্ঘটনায় নিজের বাবা-মাকে হারিয়েছে। সেই থেকেই ভগবানের ওপর থেকে ‘বিশ্বাস’ শব্দটাই উঠে গিয়েছে তাঁর।

আরও পড়ুন : ফুলকি-পর্ণার জোড়া ধামাকা! এবার পালা সবার মুখোশ খোলার, উত্তেজনায় লাফাচ্ছেন দর্শক

এখন দেখার দুই বিপরীত মেরুর এই নায়ক নায়িকার মধ্যে মনের মিল হয় কীভাবে? আসন্ন মেগার  নতুন চরিত্র নিয়ে আজকাল ডট ইন -এ অভিনেত্রী অ্যানিমেরি টম বলেছেন, ‘মামা, মামির সংসারে বাড়তি ঝামেলা হয়ে থাকে দেবযানী। ভগবানের প্রতি অগাধ বিশ্বাস তার। অজান্তেই মন দিয়ে বসে সে নায়ককে। কিন্তু ভালবাসার রাস্তা সহজ নয়। তাই পেরোতে হয় অনেক বাধা। একেবারে ভিন্ন স্বাদের গল্প। আশাকরি দর্শকের ভালবাসা পাব।’

bengali serial

অন্যদিকে নতুন মেগার অনিকেত অর্থাৎ অভিনেতা সিদ্ধার্থ সেন জানিয়েছেন, ‘নতুন রূপে আবারও আমাদের জুটি ফিরছে। এই গল্পে রাগী ডাক্তারের চরিত্রে দেখা যাবে আমায়। কিন্তু মনের দিক থেকে খুব ভাল এই চরিত্রটি। সবাই বোঝে না তাকে। তাই কারওর সঙ্গে তেমন ভাল সম্পর্ক নেই। কিন্তু নায়িকার সঙ্গে কেমন জমবে‌ কেমিস্ট্রি? তা সময়ই বলবে।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর