বাবার নাম ভাঙিয়ে অভিনয় নয়, চমকে দেবে চিরঞ্জিত কন্যার আসল পরিচয়!

বাংলাহান্ট ডেস্ক : নব্বইয়ের দশকের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নায়ক চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty)। একসময় ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়ক ছিলেন তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিষেক চট্টোপাধ্যায় এবং তাপস পালের সঙ্গে একসঙ্গে উচ্চারিত হত তাঁর নাম। অগুন্তি ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেছেন চিরঞ্জিত (Chiranjeet Chakraborty)। রোম্যান্স, অ্যাকশনে মুগ্ধ করেছেন দর্শকদের। তবে এখন আগের থেকে অভিনয়ে সক্রিয়তা অনেকটাই কমিয়েছেন চিরঞ্জিত (Chiranjeet Chakraborty)।

আগের থেকে সক্রিয়তা কমেছে চিরঞ্জিতের (Chiranjeet Chakraborty)

বাংলা ছবির সর্বকালের জনপ্রিয় নায়কদের মধ্যে একজন চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty)। বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। ইন্ডাস্ট্রির তৎকালীন প্রায় সব অভিনেত্রীদের সঙ্গেই কাজ করেছেন তিনি। তবে এখন আর আগের সময় নেই। অনেক বেছে বেছে এখন ছবিতে অভিনয় করেন চিরঞ্জিত (Chiranjeet Chakraborty)। বিশেষ করে গোয়েন্দা ছবিতে আগ্রহ বেড়েছে তাঁর। এছাড়া তাঁর পরিবারই তাঁর কাছে সবকিছু। কারা কারা রয়েছে চিরঞ্জিতের (Chiranjeet Chakraborty) পরিবারে?

আরো পড়ুন : ভিসা জটিলতা অব্যাহত, বাংলাদেশ সফরে নিষেধাজ্ঞা! কপাল পুড়ল ঋতুপর্ণা-স্বস্তিকা সহ ২ নায়িকার

অভিনয়ে আসেননি চিরঞ্জিত কন্যা

চিরঞ্জিত চক্রবর্তীর (Chiranjeet Chakraborty) স্ত্রীর নাম রত্নাবলী চক্রবর্তী। তাঁদের একমাত্র সন্তান দীপাবলি চক্রবর্তী। চিরঞ্জিত (Chiranjeet Chakraborty) টলিউডের জনপ্রিয় তারকা হলেও তাঁর স্ত্রী বা কন্যা কেউই অভিনয় জগতের মানুষ নন। বরং তাঁরা দুজনেই লাইমলাইট থেকে দূরেই থাকেন। সাধারণত বাবা বা মা অভিনয় জগতের মানুষ হলে সন্তানরাও তাঁদের দেখাদেখিই পা রাখেন অভিনয় ইন্ডাস্ট্রিতে। কিন্তু চিরঞ্জিত (Chiranjeet Chakraborty) কন্যা তেমনটা করেননি।

আরো পড়ুন : হু হু করে বাড়ছে খ্যাতি, মুম্বই গিয়েই সলমনের বিগ বসে ডাক পেলেন বাংলার নায়িকা

কী করেন দীপাবলি চক্রবর্তী

জানা যায়, ছোট থেকেই অত্যন্ত মেধাবী ছাত্রী ছিলেন দীপাবলি চক্রবর্তী। গোখলে মেমোরিয়াল গার্লস হাই স্কুল থেকে পড়াশোনার পর বেঙ্গালুরুতে মাইক্রোবায়োলজি নিয়ে পড়তে যান তিনি। সেখানকার একটি কলেজে এমএসসি সম্পূর্ণ করেন চিরঞ্জিত (Chiranjeet Chakraborty) কন্যা। ২০০৮ সালে আকাশ আগরওয়াল নামে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সঙ্গে বিবাহ বন্ধনের আবদ্ধ হন দীপাবলি।

Chiranjeet Chakraborty

বিয়ের পরই মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান চিরঞ্জিত (Chiranjeet Chakraborty) কন্যা। বর্তমানে তাঁরা থাকেন টেক্সাসে। হাউস্টনের হেলথ সায়েন্স সেন্টার থেকে ডক্টরেট করেন তিনি। এরপর পোস্ট ডক্টর রিসার্চার হিসেবে ইউটিএমডি ক্যান্সার সেন্টারে কাজ শুরু করেন দীপাবলি। ২০১৭ সালে জন্ম হয় তাঁদের একমাত্র কন্যা সন্তানের। বর্তমানে পাকাপাকি ভাবে বিদেশেই থাকেন চিরঞ্জিত কন্যা। বিভিন্ন উপলক্ষে তাঁরা দেশে আসেন বটে। আবার চিরঞ্জিতও সস্ত্রীক ঘুরে আসেন মেয়ের কাছ থেকে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর