বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে পাকিস্তান (Pakistan) ও ইংল্যান্ডের মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলা হচ্ছে। এই সিরিজের প্রথম ম্যাচেই হারের মুখে পড়ে পাকিস্তান দল। এমতাবস্থায়, টানা পরাজয়ে পাকিস্তান দল অত্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েছে। যার কারণে এবার বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি দুই ম্যাচ থেকে একাধিক তারকা খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।
পাকিস্তানের (Pakistan) দল থেকে বাদ পড়লেন বাবর সহ একাধিক তারকা খেলোয়াড়:
এমতাবস্থায়, বাদ পড়া খেলোয়াড়দের মধ্যে বাবর আজম থেকে শুরু করে শাহীন শাহ আফ্রিদি ও নাসিম শাহের নাম রয়েছে। এই খেলোয়াড়রা দীর্ঘদিন ধরে খারাপ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন। তবে, বাবর আজমের মতো একজন বড় তারকাকে বাদ দেওয়া পাকিস্তানি (Pakistan) সমর্থকদের জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে, এই তিন তারকা খেলোয়াড় ছাড়াও বাদ পড়েছেন সরফরাজ খানও।
প্রথম টেস্টে লজ্জাজনক পরাজয়: জানিয়ে রাখি যে, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে লজ্জাজনক হারের মুখে পড়ে পাকিস্তান (Pakistan) দল। ওই ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে ৫৫৬ রান করে। এরপর ব্যাট করতে নামে ইংল্যান্ড। যেখানে ৭ উইকেট হারিয়ে ৮২৩ রান করে তারা। এরপরই ইনিংস ডিক্লেয়ার করে ইংল্যান্ড। এরপর পাকিস্তান ব্যাট করতে নেমে মাত্র ২২০ রানে অলআউট হয়ে যায়। এর মাধ্যমে, টেস্ট ক্রিকেটের ইতিহাসে পাকিস্তান এমন প্রথম দল হিসেবে বিবেচিত হচ্ছে যারা ম্যাচের প্রথম ইনিংসে ৫৫০-এরও বেশি রান করার পরেও পরাজয়ের মুখোমুখি হয়েছে।
আরও পড়ুন: ধোনি-পন্থ যা পারেননি সেটাই করে দেখালেন সঞ্জু স্যামসন! গড়ে ফেললেন বিরাট ইতিহাস
এই খেলোয়াড়রা সুযোগ পেয়েছেন: এদিকে, বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং সরফরাজ খানকে বাদ দেওয়ার কারণ সম্পর্কে পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা PCB কোনও তথ্য দেয়নি। তবে, এই চার খেলোয়াড়ের জায়গায় হাসিবুল্লাহ, মেহরান মুমতাজ, কামরান গুলাম, ফাস্ট বোলার মোহাম্মদ আলী এবং অফ স্পিনার সাজিদ খানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নোমান আলী এবং জাহিদ মাহমুদ প্রথমে মূল প্রথম টেস্ট স্কোয়াডের অংশ ছিলেন কিন্তু পরে তাঁদের রিলিজ করে দেওয়া হয়েছিল। তবে, তাঁদেরকেও ১৬ জন খেলোয়াড়ের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: বিপুল মানুষের সমাগম! সুদূর ওয়াশিংটনে জমে উঠল পুজো, পঞ্জিকা মেনেই সম্পন্ন হল মায়ের আরাধনা
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় টেস্টের জন্য পাকিস্তানের স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ শফিক, হাসিবুল্লাহ (উইকেটরক্ষক), কামরান গোলাম, মেহরান মুমতাজ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নোমান আলী, সাঈম আইয়ুব, সাজিদ খান, সালমান আলি আগা ও জাহিদ মেহমুদ।