বাংলা হান্ট ডেস্ক: রবিবার বেঙ্গালুরু টেস্ট শেষ হওয়ার পর মুম্বই পৌঁছেছেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli)। সেখানে পৌঁছনোর সাথে সাথে তাঁকে তাঁর স্ত্রী অনুষ্কা শর্মার সাথে একটি কীর্তনের অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়। জানিয়ে রাখি যে, রবিবার সারা দেশে পালিত হল করভা চৌথের উৎসব। এই উপলক্ষ্যে কীর্তনের অনুষ্ঠানে যোগ দিয়ে ভক্তিভরে এই উৎসব পালন করেন দেশের বিখ্যাত এই দম্পতি।
অনুষ্কার সাথে কীর্তন শুনতে গেলেন বিরাট (Virat Kohli):
জানা গিয়েছে যে, সেখানে কৃষ্ণদাস কীর্তনের একটি অনুষ্ঠান চলছিল। যেখানে তাঁরা উভয়েই উপস্থিত ছিলেন। এদিকে, ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে বিরাট (Virat Kohli) এবং অনুষ্কাকে দেখা গিয়েছে।
The way Virat Kohli is enjoying Kirtan, He has totally lost in this moment.
– VIDEO OF THE DAY. ❤️pic.twitter.com/uJDhir14mB
— Tanuj Singh (@ImTanujSingh) October 21, 2024
জানিয়ে রাখি যে, এর আগে বিরাট (Virat Kohli) এবং অনুষ্কা লন্ডনে একটি কীর্তনের আসরে হাজির হয়েছিলেন। সেই সময়েও তাঁদের ভিডিও ভাইরাল হয়েছিল। বিরাট কোহলি বর্তমানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলের একজন গুরুত্বপূর্ণ অংশ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ভারত।
আরও পড়ুন: মুইজ্জু সরকারের বড় সিদ্ধান্ত! এবার মলদ্বীপে লঞ্চ হবে UPI পরিষেবা, জারি হল নির্দেশ
সিরিজের প্রথম টেস্ট খেলা হয়েছিল বেঙ্গালুরুতে। যেখানে ভারতীয় দল টেস্ট ম্যাচ হেরেছিল ৮ উইকেটে। ওই ম্যাচে বিরাট (Virat Kohli) প্রথম ইনিংসে শূন্য ও দ্বিতীয় ইনিংসে ৭০ রানের ইনিংস খেলেছিলেন। এদিকে, ম্যাচ শেষ হতে না হতেই মুম্বাইয়ে নিজের বাড়িতে চলে যান তিনি। এর আগে কিছুদিন সপরিবারে লন্ডনে বসবাস করছিলেন বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের জন্যও লন্ডন থেকে এখানে পৌঁছেছিলেন তিনি।
আরও পড়ুন: পাল্টে যাচ্ছে সব হিসেব! এবার শ্রেয়স আইয়ারের থেকে মুখ ফেরাবে KKR? সামনে এল বড় আপডেট
এদিকে, আগামী ২৪ অক্টোবর থেকে পুণেতে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। এমন পরিস্থিতিতে পরিবারের সঙ্গে থাকার খুব একটা সময় নেই বিরাটের (Virat Kohli)। তিনি মঙ্গলবার বা বুধবারের মধ্যে পুণে পৌঁছে দলের সাথে যোগ দেবেন এবং তারপর সেখানে অনুশীলনে অংশ নেবেন ও ম্যাচের জন্য প্রস্তুতি নেবেন। বর্তমান ফলাফল অনুযায়ী টিম ইন্ডিয়া টেস্ট সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে আছে এবং এখন এই সিরিজ জেতার ক্ষেত্রে বাকি দু’টি টেস্ট ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে হবে ভারতীয় দলকে।