কত্ত ছুটি! নভেম্বরের প্রায় অর্ধেক দিনই বন্ধ ব্যাঙ্ক! আপনি ছুটির লিস্টটা দেখেছেন তো? নাহলেই চাপ!

বাংলাহান্ট ডেস্ক : শেষ হতে চলেছে অক্টোবর। দুদিন পর শুরু হয়ে যাবে নভেম্বর মাস। নভেম্বর মানেই একে একে রয়েছে দীপাবলি, ধনতেরাস, ভাইফোঁটা, গুরু নানক জয়ন্তী, ছট পুজোসহ একাধিক উৎসব। নভেম্বর মাসে একাধিক উৎসব উপলক্ষে বেশকিছুদিন বন্ধ থাকতে চলেছে ব্যাংক। এই ছুটির (Bank Holiday) দিন অবশ্য দেশের সর্বত্র সমান নয়।

The bank can no longer take high interest from you.

জাতীয় ছুটি ও স্থানীয় উৎসবের উপর ভিক্তি করে নির্ধারিত হয়ে থাকে ব্যাংকের ছুটির (Bank Holiday) তালিকা। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই ছুটির তালিকা প্রকাশ করে। স্থানীয় ও জাতীয় ছুটি ছাড়াও রবিবার ও মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকে ব্যাংক। রিজার্ভ ব্যাংকের তালিকা অনুযায়ী নভেম্বর মাসে মোট ১৩ দিন বন্ধ থাকতে চলেছে ব্যাংক।

চলুন একনজরে দেখে নেওয়া যাক ব্যাংকের ছুটির (Bank Holiday) তালিকা।

১ নভেম্বর ২০২৪ : দীপাবলি ও কন্নড় রাজ্যোৎসব উপলক্ষে ব্যাংক বন্ধ কর্ণাটক এবং আগরতলায়।

২ নভেম্বর ২০২৪ : দীপাবলি উপলক্ষে ব্যাংকের কাজ বন্ধ থাকবে।

৩ নভেম্বর ২০২৪ : রবিবার সাপ্তাহিক ছুটি। এদিন সারা দেশে ব্যাংক বন্ধ।

৭ নভেম্বর ২০২৪ : ছট পূজা এবং সন্ধ্যা অর্ঘ্যের কারণে ব্যাংক বন্ধ রাঁচি এবং পাটনায়।

৮ নভেম্বর ২০২৪ : ভেঙ্গালা, ছট পূজা, সকাল অর্ঘ্যের কারণে ব্যাংক বন্ধ মেঘালয়, রাঁচি এবং পাটনায়।

আরোও পড়ুন : মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য? অনুব্রত এবার যা করলেন … তোলপাড় কাণ্ড!

৯ নভেম্বর ২০২৪ : দ্বিতীয় শনিবার দেশের সব ব্যাংক বন্ধ থাকবে।

১০ নভেম্বর ২০২৪ : রবিবার সাপ্তাহিক ছুটি, গোটা দেশে ব্যাংক বন্ধ।

১২ নভেম্বর ২০২৪ : এগাস-বাগওয়াল উপলক্ষে ব্যাংক বন্ধ দেরাদুনে।

১৫ নভেম্বর ২০২৪ : গুরু নানক জয়ন্তী উপলক্ষে ব্যাংক বন্ধ বেলাপুর, আইজল, ভুবনেশ্বর, দেরাদুন, জয়পুর, তেলেঙ্গানা, হায়দ্রাবাদ, জম্মু, নাগপুর, চণ্ডীগড়, ভোপাল, ইটানগর, কানপুর, জয়পুর, কলকাতা, নতুন দিল্লি, রাঁচি, মুম্বাই, সিমলা, শ্রীনগর, লখনউ এবং শ্রীনগরে।

Banks will be closed for 12 days in July.

১৭ নভেম্বর ২০২৪ : রবিবার সাপ্তাহিক ছুটি, গোটা দেশে ব্যাংক বন্ধ।

১৮ নভেম্বর ২০২৪ : কনকদাস জয়ন্তী উপলক্ষে ব্যাংক বন্ধ বেঙ্গালুরুতে।

২৩ নভেম্বর ২০২৪ : চতুর্থ শনিবার দেশের সব ব্যাংক বন্ধ থাকবে।

২৪ নভেম্বর ২০২৪ : রবিবার সাপ্তাহিক ছুটি, গোটা দেশে ব্যাংক বন্ধ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর