বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজো, লক্ষ্মীপুজো শেষে এবার কালীপুজোর পালা। রাত পোহালেই মায়ের আরাধনায় মেতে উঠবেন অনেকে। প্রায় প্রত্যেক জায়গাতেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এই আবহে এবার কালীপুজোর চাঁদা নিয়ে জুলুমবাজির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা নিয়ে উত্তপ্ত হয়ে উঠল ক্যানিং। থানায় ঢুকে পুলিশকে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় এক তৃণমূল (Trinamool Congress) নেতার বিরুদ্ধে।
থানায় ঢুকে পুলিশকে মার তৃণমূল (Trinamool Congress) নেতার? সরব শুভেন্দু
কালীপুজোর আগে চাঁদা নিয়ে জুলমবাজির অভিযোগ ঘিরে অশান্ত হয়ে ওঠে ক্যানিং। জল গড়ায় থানা-পুলিশ অবধি। জয়ন্ত ঘড়াই নামের এক ব্যক্তিকে গ্রেফতারও করে পুলিশ। অভিযোগ, তাঁকে ছাড়াতে গিয়ে ক্যানিং পুলিশ স্টেশনে ঢুকে পুলিশ আধিকারিককে মারধর করেন স্থানীয় এক তৃণমূল নেতা। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
Allegations are surfacing that TMC Canning – I Block Youth President Aritra Bose beat up the Police inside the Canning Police Station today and forcefully got Trinamool Youth Leader Jayanta Ghorai released from the lockup.
Both of them are close associates of Canning Paschim TMC…— Suvendu Adhikari (@SuvenduWB) October 29, 2024
বিজেপি বিধায়ক লেখেন, ‘আজ তৃণমূলের ক্যানিং ১ ব্লকের যুব সভাপতি অরিত্র বসু ক্যানিং থানার ভেতরে ঢুকে পুলিশ আধিকারিককে মারধর করেন এবং বলপূর্বক তৃণমূলের যুব নেতা জয়ন্ত ঘড়াইকে ছাড়িয়ে আনেন বলে অভিযোগ। দু’জনেই ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ দাসের ঘনিষ্ঠ’।
আরও পড়ুনঃ ‘তোকে মারব বলে তেড়ে আসেন অভিজিৎ’! ‘বোতল-বিতর্কে’ বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
শুভেন্দুর দাবি, ধৃত জয়ন্তকে ছাড়াতে ক্যানিং থানায় ঢুকে এসআই-কে মারধর করেন তৃণমূল (Trinamool Congress) নেতা অরিত্র বসু। একইসঙ্গে বিরোধী দলনেতার দাবি, এই ঘটনার পরেও ক্যানিংয়ের আইসি সৌগত ঘোষ এবং এসডিপিও রামকুমার মণ্ডল জয়ন্ত এবং অরিত্রকে বাঁচানোর চেষ্টা করছেন।
এই ঘটনায় রাজ্য পুলিশের ডিজিপিকে যথাযথ তদন্তের আর্জি জানিয়েছেন শুভেন্দু। একইসঙ্গে সংবাদমাধ্যমে ঘটনার সিসিটিভি ফুটেজ রিলিজ করার কথাও বলেছেন তিনি। এর ফলে অভিযোগ সত্যি কিনা দেখা যাবে। যদি সত্যিই এমন ঘটনা ঘটে থাকে তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া যাবে বলে দাবি করেছেন বিজেপি নেতা।