বাংলা হান্ট ডেস্কঃ চলতি মাসেই পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। গত ১৩ নভেম্বর নৈহাটি, সিতাই, মাদারিহাট, হাড়োয়া, তালড্যাংরা এবং মেদিনীপুরে আসনে ভোট হয়েছে। আজ হচ্ছে ভোট গণনা (Assembly By Election Result)। এখনও অবধি ৬টি আসনেই সবুজ ঝড়ের ইঙ্গিত। নৈহাটি কেন্দ্রে ইতিমধ্যেই প্রায় ৪৯,০০০ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সনৎ দে। এবার উপনির্বাচনের ফলাফল নিয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
ভোট গণনায় এখনও বেশ পিছিয়ে বিজেপি (Assembly By Election Result)
২০২১ বিধানসভা নির্বাচনে মাদারিহাট কেন্দ্রে পদ্ম ফুটেছিল, বাকি ৫টি আসনেই জয়ী হয়েছিল তৃণমূল (Trinamool Congress)। উপনির্বাচনে এখনও অবধি দেখা যাচ্ছে, মাদারিহাটেও এগিয়ে রয়েছে রাজ্যের শাসকদল। রিপোর্ট বলছে, সেখানে বেশ কয়েক হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী। মেদিনীপুর, সিতাইয়েও দেখা যাচ্ছে একই ছবি।
৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনায় এখনও অবধি অনেকটাই পিছিয়ে রয়েছে বিজেপি (BJP)। গেরুয়া শিবির মাদারিহাট আসনও ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে সংশয় শুরু হয়েছে। এদিকে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত বলছেন, ‘উপনির্বাচনে যেমন ফলাফল হয়, তেমনই হচ্ছে। ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে’।
আরও পড়ুনঃ বাতিল হয়ে গেল সব OBC সার্টিফিকেট? রাজ্যের করা মামলায় নয়া আপডেট, কি জানাল সুপ্রিম কোর্ট?
২০১৯ লোকসভা ভোটে বাংলার বুকে চমকপ্রদ ফলাফল করেছিল গেরুয়া শিবির। ২০২১ বিধানসভা নির্বাচনে অবশ্য সবুজ ঝড়ের সাক্ষী থাকে রাজ্য। চব্বিশের লোকসভা ভোটেও দেখা যায় একই ছবি। এবার ৬ আসনের বিধানসভা উপনির্বাচনেও দেখা যাচ্ছে, এগিয়ে রয়েছে তৃণমূল (TMC)।
এদিকে মাদারিহাট কেন্দ্রে এ যাবৎ কোনও ভোটে জয়ী হয়নি জোড়াফুল শিবির। ১৯৭৭ সাল থেকে ২০১৬ অবধি এই আসন ছিল আরএসপির দখলে। ২০২১ সালে এখানে জয়ী হন বিজেপির মনোজ টিগ্গা। তাঁকে এবারের লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার আসন থেকে দাঁড় করিয়েছিল পদ্ম শিবির। জয়ী হয়ে সাংসদ হয়েছেন। সেই কারণেই এবার মাদারিহাটে উপনির্বাচন (Assembly By Election Result) হচ্ছে। এখনও অবধি সেখানে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী।