বাংলাহান্ট ডেস্ক : আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামায় চিন্তায় পড়েছে বিভিন্ন মহল। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমায় বিগত কয়েক মাসে ভারতের (India) রফতানি করা তেলের দামও কমেছে। অথচ উলটো দিকে পেট্রোলিয়াম পণ্যের রফতানির পরিমাণ বাড়লেও সরকারি কোষাগারে ঢুকছে কম টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষের তুলনায় ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম দুই ত্রৈমাসিকে উল্লেখযোগ্য ভাবে কমেছে ভারতের (India) রফতানি করা জ্বালানি তেলের গড় দাম।
চলতি বছরে ভারতের (India) রফতানি করা জ্বালানি তেলের দাম কমেছে
রিপোর্ট বলছে, ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম ছয় মাসে ভারতের (India) রফতানি করা জ্বালানি তেলের গড় দাম ছিল টন প্রতি ৭৯২ ডলার। আর ২০২৪-২৫ অর্থবর্ষে তা এক ধাক্কায় কমে দাঁড়িয়েছে টন প্রতি ৩১২.৫০ ডলারে। সরকারি সূত্রে খবর, ভারতের (India) রফতানি করা পরিশোধিত জ্বালানি তেলের গড় মূল্য কমে গিয়েছে। এর ফলেই সার্বিক ভাবে রফতানিতে প্রভাব পড়েছে।
কত ডলার কম ঢুকেছে এবার: পরিসংখ্যান বলছে, ২০২৩ এর এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে ভারত (India) থেকে ৪১.৭ বিলিয়ন ডলারের তেল রফতানি করা হয়েছিল। অন্যদিকে ২০২৪ এর এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে মোট ৩৬.৪ বিলিয়ন ডলারের তেল রফতানি করা হয়েছে। অর্থাৎ গত বছরের তুলনায় এবছর ৫.৩ বিলিয়ন ডলার কম পেয়েছে ভারত (India)।
আরও পড়ুন : মাথায় ৯০ কোটি টাকার দেনা! পথে বসার জোগাড় হয়েছিল, এই ছবিই টার্নিং পয়েন্ট ছিল অমিতাভের
রফতানি করা তেলের পরিমাণ বেড়েছে: অথচ গত বছর ভারতের (India) রফতানি করা তেলের পরিমাণ ছিল ৫২.৭ মিলিয়ন টন। সেখানে ২০২৫ এর এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট ১১৬.৪ মিলিয়ন টন তেল রফতানি করা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে পরিমাণ বেড়েছে ৬৩.৭ মিলিয়ন টন। স্পষ্টই বোঝা যাচ্ছে, ভারতের (India) তেল রফতানির পরিমাণ বাড়লেও পরিবর্তে ঢুকছে কম টাকা।
আরও পড়ুন : গায়ের রঙের জন্য শুনতে হয় ‘কালি বিল্লি’ কটাক্ষ, বিপাশাকে চড় মারতেও ছাড়েননি করিনা! কারণটা জানেন?
সূত্রের খবর বলছে, ডোনাল্ড ট্রাম্প নতুন মার্কিন প্রেসিডেন্ট হয়ে আসার পর আমেরিকার ঘরোয়া তেল উৎপাদন বাড়ানোয় জোর দিতে পারেন সেক্ষেত্রে বিশ্ব বাজারে দামের ওঠা নামা বন্ধ হলে তেলের দামও আর বাড়বে না। তবে পেট্রোলিয়াম পণ্যের দাম কমলেও ভারত থেকে রফতানি করা অপেট্রোলিয়াম পণ্যের দাম গত বছরের তুলনায় ৪.৩৪ শতাংশ বেড়েছে।