ফের শক্তি বাড়ল ভারতের! সেনাবাহিনীর হাতে এল দুর্ধর্ষ ড্রোন, শত্রুদের ডেরায় নিঃশব্দে পৌঁছে করবে বাজিমাত

বাংলা হান্ট ডেস্ক: প্রতিরক্ষা ক্ষেত্রকে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্যে বর্তমান সময়ে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করছে ভারত। ঠিক এই আবহেই এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতীয় সেনাবাহিনী শত্রুর মোকাবিলায় আনম্যানড ইলেকট্রিক Sabal 20 লজিস্টিক ড্রোন (Sabal 20 Logistics Drones) পেয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই ড্রোনগুলি চোখের পলকে, সহজেই দুর্গম এবং উচ্চ এলাকায় নির্মিত পোস্ট এবং বাঙ্কারগুলিতে পৌঁছে যাবে।

সেনাবাহিনীর হাতে এল Sabal 20 লজিস্টিক ড্রোন (Sabal 20 Logistics Drones):

এর পাশাপাশি এই ড্রোনগুলি (Sabal 20 Logistics Drones) সেনা মোতায়েনের সবচেয়ে কঠিন স্থানেও পৌঁছতে পারবে। দুর্যোগ ও ত্রাণের কাজে তৎপরতার সাথে সাহায্য করতে পারবে Sabal 20 লজিস্টিক ড্রোন। এর মাধ্যমে প্রত্যক্ষভাবে সেনাবাহিনীর লজিস্টিক অপারেশন বাড়বে এবং কর্মী সাশ্রয় হবে। এই ড্রোনের সাহায্যে কম সময়ে সহজেই বিপদও শনাক্ত করা যাবে। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে, কোন জায়গাগুলি সেনাবাহিনীর জন্য নিরাপদ হতে পারে, তাও এই ড্রোনের সাহায্যে অনুমান করা যায়।

জানিয়ে রাখি যে, ভারতীয় সেনাবাহিনীর হাতে আসা Endure Air Systems-এর নতুন Sabal 20 ড্রোনে (Sabal 20 Logistics Drones) বিভিন্ন গুরুত্বপূর্ণ ফিচার্স রয়েছে। যেগুলিকে মাথায় রেখে এই ড্রোনকে ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ড্রোন ভারতীয় সেনাবাহিনীকে তার পূর্বাঞ্চলীয় ক্ষেত্রে দারুণ সাহায্য করতে চলেছে। এটি এমন জায়গা যেখানে পণ্য সরবরাহ করার ক্ষেত্রে বড় যানবাহন বা ট্রাক যেতে পারে না। যে সমস্ত জায়গায় সৈন্যদের পৌঁছতে এবং ফিরতে বেশি অসুবিধার সম্মুখীন হতে হয় সেখানে এটি সহজেই উড়ে যাবে।

৫০ শতাংশ ওজন উত্তোলনের ক্ষমতা: Sabal 20 ড্রোনে (Sabal 20 Logistics Drones) বিভিন্ন ধরণের পিচ প্রযুক্তি রয়েছে। এটি নিজের সাথে ২০ কেজি পর্যন্ত ওজনের লাগেজ বহন করতে পারে। সবচেয়ে বিশেষ বিষয় হল এই ড্রোন তার ওজনের ৫০ শতাংশ বহন করতে সক্ষম। অর্থাৎ, এই ড্রোন অনেকটাই ওজন বহন করতে পারে এবং দীর্ঘ সময় ধরে উড়তে পারে। Sabal 20 ড্রোনের ডিজাইন চিনুক হেলিকপ্টার থেকে অনুপ্রাণিত।

আরও পড়ুন: একের পর এক দুর্ধর্ষ পারফরম্যান্স! মেসি-রোনাল্ডোর ক্লাবে যোগ দিলেন এই ফুটবলার, চমকে দেবে নাম

পাশাপাশি, এই বিশেষ ডিজাইন এই ড্রোনকে (Sabal 20 Logistics Drones) আরও ভালো স্থিতিশীলতা প্রদান করেছে। যার ফলে উচ্চ উচ্চতার স্থানেও সুনির্দিষ্ট ভারসাম্য বজায় রাখতে সক্ষম হয় এই ড্রোন। ফলে টার্বুলেন্সের রিস্ক কমে যায়। পাশাপাশি, Sabal 20 ড্রোন যেকোনও ধরণের ভৌগোলিক পরিস্থিতিতে পণ্য সরবরাহ করতে সক্ষম। এর সাহায্যে সেনাবাহিনী তার পোস্ট, বাঙ্কার বা দুর্যোগপূর্ণ অবস্থায় অস্ত্র, ওষুধ, রসদ এবং ত্রাণ সামগ্রী সরবরাহ করতে পারে।

আরও পড়ুন: “আমি ১৬০ কিমি গতিতে….”, KKR-এ এন্ট্রি হতেই ভয়ঙ্কর হুঙ্কার উমরানের! দিলেন বিরাট প্রতিক্রিয়া

এই ড্রোন নিঃশব্দে উড়তে সক্ষম: এই ড্রোনটি (Sabal 20 Logistics Drones) দীর্ঘ দূরত্ব এবং উচ্চ উচ্চতায় কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। এতে ভার্টিক্যাল টেকঅফ ও ল্যান্ডিং প্রযুক্তি উপলব্ধ রয়েছে। এর ফ্যানের RPM কম, তাই এর মধ্যে শব্দও খুব কম। অর্থাৎ, এর সাহায্যে সেনাবাহিনী যদি শত্রু বা সন্ত্রাসবাদীদের টার্গেট করে, তবে এটি গোপনে গুলি, বারুদ এবং অস্ত্র দুর্গম স্থানে পৌঁছে দিতে পারে। শব্দ কম হওয়ার কারণে শত্রুরা এই ড্রোনের আগমন সম্পর্কে অবগত হতে পারবেনা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর