‘জীবনের প্রথম প্রেম’, এত বছর পর স্বীকৃতি স্বস্তিকার! কেন ভেঙেছিল জিতের সঙ্গে সম্পর্ক?

বাংলাহান্ট ডেস্ক : টলিপাড়ায় যতগুলি সম্পর্ক নিয়ে চর্চা হয়েছে তার মধ্যে অন্যতম জিৎ এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের (Swastika Mukherjee) সম্পর্ক। না, এই সম্পর্কে কখনো শিলমোহর লাগেনি। তবে ইন্ডাস্ট্রিতে চাপাও ছিল না দুজনের ঘনিষ্ঠতা। একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন তাঁরা। টলিউডের প্রিয় অনস্ক্রিন জুটিদের মধ্যে জিৎ এবং স্বস্তিকা অন্যতম।

এতদিন পর জিতের সঙ্গে পুরনো সম্পর্কে স্বীকৃতি স্বস্তিকার (Swastika Mukherjee)

সদ্য ৩০ শে নভেম্বর, শনিবার গিয়েছে জিতের জন্মদিন। সারাটা দিন ইন্ডাস্ট্রির সুপারস্টারের জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সহকর্মী, অনুরাগীরা। আর মধ্যরাত পেরোনোর পর এল বিশেষ বার্তা, স্বস্তিকার (Swastika Mukherjee) তরফে। আর সেই সোশ্যাল মিডিয়া পোস্টে ছোটখাট বিষ্ফোরণ ঘটালেন অভিনেত্রী। এত বছর পেরিয়ে অবশেষে নিজেই স্বীকৃতি দিলেন ফেলে আসা প্রেমকে।

Swastika Mukherjee finally accepted old relationship with jeet

সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন অভিনেত্রী: শনিবার রাত ১২ টা বাজার পর সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্ট করেন স্বস্তিকা (Swastika Mukherjee)। জিতের সঙ্গে ‘ক্রান্তি’ ছবির একটি গানের ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘জীবনের প্রথম প্রেমের আজ জন্মদিন ছিল/আছে। ১২টা বেজে গেল। কিন্তু হিন্দু মতে সূর্যোদয় অব্দি সময় থাকে। সূর্যোদয় না হওয়া অব্দি আজ ৩০শে নভেম্বর। শুভ জন্মদিন প্রেম! সব যায়, স্মৃতিটুকু রয়ে যায়।’

আরো পড়ুন : ট্রাম্পের ক্যাবিনেটে আরও এক ভারতীয় বংশোদ্ভূত, FBI-এর নয়া ডিরেক্টর হলেন কাশ প্যাটেল, চমকে দেবে পরিচয়

প্রাক্তনদের সঙ্গে রয়েছে ভালো সম্পর্ক: এরপর স্বস্তিকা (Swastika Mukherjee) লেখেন, ‘যত বয়স বাড়ছে, তিক্ততা ভুলে ভালোবাসাটুকুই আগলে রেখে বেঁচে থাকার তাগিদ বাড়ছে। অন্যজনেরা মনে রাখছে না রাখছেনা, সেটা জরুরি নয়। নিজের মনে রইলেই হল। মন সব রেখে দেয়। আমিও তাই মনে রেখে দিলাম’। কেরিয়ারে একাধিক পুরুষ এসেছে স্বস্তিকার (Swastika Mukherjee) জীবনে। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রেম ভাঙলেও এখনো দুজনের সঙ্গেই খুব ভালো সম্পর্ক রয়েছে অভিনেত্রীর। এবার জিতের সঙ্গেও পুরনো প্রেমে স্বীকৃতি দিলেন স্বস্তিকা।

আরো পড়ুন : নয়া ইতিহাস গড়ার পথে ISRO-NASA! ISS মিশনের প্রাথমিক প্রশিক্ষণ সারলেন দুই ভারতীয় মহাকাশচারী

প্রসঙ্গত, জিৎ স্বস্তিকার প্রেমটা যে ছিল তা এখন স্পষ্ট। কিন্তু তাঁরা আলাদা কেন হলেন তা জানা যায়নি কখনো। যদিও শোনা যায়, স্বস্তিকার ডিভোর্সি তকমাই ছিল এর কারণ। আবার এও শোনা যায়, জিতের সঙ্গে কোয়েলের অনস্ক্রিন সম্পর্ক নাকি ভালো ভাবে নেননি স্বস্তিকা। পরবর্তীতে জিৎকে জিজ্ঞাসা করা হয়েছিল, আবার কখনো স্বস্তিকার সঙ্গে তিনি জুটি বাঁধবেন কিনা। তবে অভিনেতা বলেছিলেন, স্বস্তিকার সঙ্গে আর যোগাযোগ নেই তাঁর।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর