বাংলা হান্ট ডেস্ক: বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর সেখানকার সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা বেড়েছে। এরই মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) নিয়ে নতুন একটি রিপোর্ট পেশ করেছে অন্তর্বর্তী সরকার। যেখানে একটি চাঞ্চল্যকর অভিযোগ করা হয়েছে। মূলত, ওই রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন প্রতি বছর প্রায় ১৬ বিলিয়ন ডলার চুরি হতো। যে কমিটি এই রিপোর্ট পেশ করেছে তা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস গঠন করেছেন।
শেখ হাসিনার (Sheikh Hasina) বিরুদ্ধে চুরির অভিযোগ:
এই প্রসঙ্গে হিন্দুস্তান টাইমসের রিপোর্টে বলা হয়েছে, মোহাম্মদ ইউনূস এই বিষয়টির পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে বলেছেন, “এটা জেনে আমাদের রক্ত টগবগ করে ফুটছে যে তারা কিভাবে অর্থনীতিকে লুট করেছে। দুঃখের বিষয় হল, তারা প্রকাশ্যে অর্থনীতি লুট করেছে এবং আমাদের অধিকাংশই এর মুখোমুখি হওয়ার সাহস সঞ্চয় করতে পারেনি।” তিনি বলেন যে, “এই রিপোর্টে বোঝা যায় অর্থনীতির কি অবস্থা।”
কি কি প্রমাণ আছে এই রিপোর্টে: কমিটি তাদের রিপোর্টে জানিয়েছে যে, সমস্যাটি ধারণার চেয়েও অনেক গভীর। ওই কমিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) শাসনকালে দুর্নীতি ও গুরুতর অপব্যবহারের প্রমাণ পেশ করেছে। যেখানে ২৯ টি বড় প্রকল্পের মধ্যে ৭ টি পরীক্ষা করা হয়েছে। এই প্রকল্পগুলির মূল্য ছিল ১০০ কোটি টাকারও বেশি। পরীক্ষা করা ৭ টি প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১.১৪ ট্রিলিয়ন টাকা। বিবৃতিতে বলা হয়েছে, শেখ হাসিনার সরকার পরে তা বাড়িয়ে ১.৯৫ ট্রিলিয়ন টাকা করে।
আরও পড়ুন: “প্রতিটি চ্যালেঞ্জ আমাকে শক্তিশালী করে….”, ঘুষের অভিযোগের পর প্রথমবার মুখ খুললেন আত্মবিশ্বাসী আদানি
এদিকে, এই প্রসঙ্গে কমিটির সদস্য এ কে এনামুল হক বলেন যে, গত ১৫ বছরে উন্নয়ন প্রকল্পে ৭ লক্ষ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। এর মধ্যে ৪০ শতাংশ আমলারা আত্মসাৎ করেছেন। খুব শীঘ্রই এই রিপোর্ট সবার সামনে তুলে ধরা হবে বলে জানান তিনি। জানিয়ে রাখি যে, শেখ হাসিনার (Sheikh Hasina) দলের নেতারা বাংলাদেশে কারাগারে বা আত্মগোপনে আছেন বা দেশ ছেড়েছেন। এমতাবস্থায়, এই শ্বেতপত্রে করা অভিযোগের বিষয়ে মন্তব্য করতে পারেন এমন কোনও মুখপাত্র দলটির নেই।
আরও পড়ুন: ২ বছরের অপেক্ষার অবসান! ট্রফির খরা কাটিয়ে উঠলেন সিন্ধু, চিনা প্রতিপক্ষকে হারিয়ে জিতলেন খেতাব
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত অগাস্টে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) ক্ষমতা থেকে অপসারণ করে ছাত্র আন্দোলনকারীরা। ১৫ বছরের ক্রমবর্ধমান স্বৈরাচারী শাসনের পর, সামরিক ও প্রতিবাদী নেতারা নোবেলজয়ী ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বেছে নিয়েছিলেন। যিনি দরিদ্রদের ক্ষুদ্র ঋণ তথা মাইক্রো ক্রেডিট প্রদানের পথপ্রদর্শক।