রাত ৮-১০টা, ১২-২টো…! নাকা চেকিং নিয়ে এবার কড়া সিদ্ধান্ত কলকাতা পুলিশের

বাংলা হান্ট ডেস্কঃ ডিসেম্বর-জানুয়ারি মানেই উৎসবের সময়। প্রত্যেক বছর এই সময়টা বড়দিন, নববর্ষের আনন্দে মেতে ওঠেন সকলে। সেই সঙ্গেই বাড়বাড়ন্ত চোখে পড়ে মদ্যপ গাড়ি চালকদের। তাই এবার আগেভাগেই বড় পদক্ষেপ নিল কলকাতা পুলিশ (Kolkata Police)। নাকা চেকিং নিয়ে কড়া নির্দেশ দিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা (Manoj Kumar Verma)।

  • বড়দিন-নববর্ষের আগেই কড়া পদক্ষেপ লালবাজারের (Kolkata Police)!

ব্র্যাবোর্ন রোড, ক্যামাক স্ট্রিটের পর সম্প্রতি সেন্ট্রাল অ্যাভিনিউ এলাকায় মদ্যপ গাড়ি চালকের দাপট চোখে পড়েছে। সেন্ট্রাল অ্যাভিউনিউয়ের ঘটনায় আবার পুলিশ সার্জেন্টকে মারধরের অভিযোগ ওঠে চালকের বিরুদ্ধে। সেই কারণে এবার মদ্যপ গাড়ি চালকদের দাপট রুখতে কড়া সিদ্ধান্ত নিল লালবাজার (Lalbazar)।

রিপোর্ট বলছে, বর্ষশেষের মাসে প্রত্যেকটি ট্রাফিক গার্ডকে দু’দফায় নাকা চেকিংয়ের (Naka Checking) নির্দেশ দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার। এই নির্দেশের প্রেক্ষিতে চলতি সপ্তাহ থেকেই রাত ৮টা থেকে ১০টা ও ১২টা থেকে ২টো অবধি গাড়ি চালকদের ‘ধরপাকড়’ এবং ব্রেথ অ্যানালাইজার দিয়ে শ্বাস পরীক্ষা শুরু হচ্ছে বলে খবর। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে সূত্র উদ্ধৃত করে এমনটাই দাবি করা হয়েছে।

আরও পড়ুনঃ এক সপ্তাহ পর…! এবার রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট! কোন মামলায়?

সপ্তাহ দুয়েক পর বড়দিন। এই সময়টা কলকাতার রাস্তায় মানুষের ঢল নামে। তখন যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেটা সুনিশ্চিত করতে চাইছে কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে জানা যাচ্ছে, ডিসেম্বর, জানুয়ারি মাস নাগাদ শহরের রাস্তায় মদ্যপদের বাড়বাড়ন্ত চোখে পড়ে। এবার সেটা রুখতেই উদ্যোগী কলকাতা পুলিশ।

Kolkata Police naka checking

জানা যাচ্ছে, শীতের রাতে এই দু’দফায় নাকা চেকিংয়ের জন্য রাস্তায় অতিরিক্ত পুলিশ থাকবে। কলকাতা পুলিশ (Kolkata Police) সূত্রে জানা যাচ্ছে, ইএম বাইপাসের ওপর বেশি করে নজর রাখা হচ্ছে। সেই সঙ্গেই বেলেঘাটা, উল্টোডাঙা, গড়িয়া, কসবা, তিলজলা এলাকাতেও নজর থাকবে। এর পাশাপাশি ইতিমধ্যেই দক্ষিণ কলকাতার জেমস লং ট্রাফিক গার্ড, সাউথ ইস্ট ট্রাফিক গার্ড, ডায়মন্ড হারবার ট্রাফিক গার্ড অঞ্চলে মোটরবাইক চালকদের নিয়মিত শ্বাস পরীক্ষা শুরু হয়ে গিয়েছে বলে খবর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর