বাংলা হান্ট ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে চরম বিপাকে পড়েছে টিম ইন্ডিয়া (Team India)। গাব্বা টেস্টের দুই দিন অতিক্রান্ত হয়ে গেলেও অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস এখনও শেষ হয়নি। দ্বিতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়া ৭ উইকেট হারিয়ে ৪০৫ রানে দাঁড়িয়েছে। তার মানে অস্ট্রেলিয়ার এখনও তিন উইকেট বাকি। এমতাবস্থায় অস্ট্রেলিয়া আরও বড় স্কোর করতে পারে। এদিকে রবিবার যখন টিম ইন্ডিয়া বোলিং করেছিল, তখন সবচেয়ে ফ্লপ বোলার হিসেবে বিবেচিত হয়েছেন রবীন্দ্র জাদেজা। যিনি প্রচুর রান দিয়ে ফেললেও একটি উইকেট হাসিল করতে পারেননি।
টিম ইন্ডিয়ার (Team India) এই প্লেয়ারকে ঘিরে উঠছে প্রশ্ন:
এই সিরিজে প্রথম ম্যাচ খেলছেন রবীন্দ্র জাদেজা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, তৃতীয় টেস্টে ভারতীয় দলে (Team India) খুব একটা পরিবর্তন করেননি অধিনায়ক রোহিত শর্মা। হর্ষিত রানার জায়গায় আকাশ দীপকে দলে অন্তর্ভুক্ত করা হয় এবং রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় প্লেয়িং ইলেভেনে প্রবেশ করেন। এই সিরিজে প্রথম ম্যাচ খেলছেন রবীন্দ্র জাদেজা। এদিকে, এই সিরিজের প্রথম ম্যাচে স্পিন বোলার হিসেবে সুযোগ পান ওয়াশিংটন সুন্দর। প্রথম ইনিংসে কোনও উইকেট না পেলেও তিনি দ্বিতীয় ইনিংসে ৪৮ রানে দু’টি উইকেট নেন। কিন্তু তার পরেও পরবর্তী ম্যাচগুলিতে দলের প্লেয়িং ইলেভেন থেকে বাদ পড়েন তিনি।
অশ্বিনকে বাইরে রাখা হয়েছে এবং জাদেজাকে সুযোগ দেওয়া হয়েছে: সিরিজের দ্বিতীয় ম্যাচে প্লেয়িং ইলেভেনে এন্ট্রি পান রবিচন্দ্রন অশ্বিন। পুরো ম্যাচে মাত্র একটি উইকেট পান তিনি। এরপর তৃতীয় টেস্টে বাদ পড়েন তিনি এবং জাদেজা সুযোগ পান। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার ৭ টি উইকেট পড়েছে। কিন্তু, জাদেজা একটিও উইকেট পাননি। শুধু তাই নয়, প্রচুর রানও খরচ করেছেন তিনি।
আরও পড়ুন: প্রভাবিত হবে EMI, আচমকাই সুদের হার সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন SBI-র! এখনই নিন জেনে
এখনও পর্যন্ত রবীন্দ্র জাদেজার ১৬ ওভার বল করেছেন এবং এতে তিনি ৭৬ রান দিয়ে ফেলেছেন। তাঁর ইকনমি হল ৪.৮০। দলের মধ্যে শুধুমাত্র নীতীশ কুমার রেড্ডির ইকনমি তাঁর চেয়ে খারাপ। ১৩ ওভারে ৬৫ রান দেন নীতীশ (ইকনমি ৫)। কিন্তু জাদেজা আর রেড্ডির মধ্যে পার্থক্য আছে। নীতীশ কুমার রেড্ডি একদিকে যেমন একটি উইকেট পেয়েছেন, অন্যদিকে তেমন অভিজ্ঞতাও নেই তাঁর। কারণ, তাঁর সম্প্রতি অভিষেক গিয়েছে।
আরও পড়ুন: বলিউডে এবার বিরাটের বায়োপিক! অভিনয় করবেন স্বয়ং কোহলি? কি জানালেন জনপ্রিয় পরিচালক?
তাই, রেড্ডি ও জাদেজার তুলনা করা যায় না। তবে, ওয়াশিংটন সুন্দরকে বাদ দিয়ে এই দুই স্পিনারকে দলে জায়গা দেওয়ার বিষয়টিতে ভারতীয় দলের (Team India) আদৌ কতটা লাভ মিলছে তা নিয়ে উঠছে প্রশ্ন। এমতাবস্থায়, বল হাতে সফল না হলেও ব্যাট হাতে জাদেজা দলের জন্য কতটা লাভ এনে দিতে পারেন সেদিকেই তাকিয়ে রয়েছেন ক্রিকেট অনুরাগীরা।