টেলিপাড়ায় শোকের ছায়া, স্রোত-সার্থকের বিয়ে দিয়েই প্রয়াত সিরিয়ালের ‘পুরোহিত’ বাসুদেব চক্রবর্তী

বাংলাহান্ট ডেস্ক : সিরিয়ালে (Television Serial) বিয়ের অনুষ্ঠান, মন্দির, পুজোর দৃশ্য থাকলেই চোখে পড়ত তাঁকে। অভিনেতা বাসুদেব চক্রবর্তী। বাংলা টেলিভিশনের পুরোহিত মশাই হিসেবে খুবই জনপ্রিয় ছিলেন তিনি। অগুনতি সিরিয়ালে (Television Serial) এখনো পর্যন্ত পুরোহিতের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে এবার থামল তাঁর অভিনয়ের সফর। প্রয়াত হলেন বাসুদেব চক্রবর্তী।

প্রয়াত হলেন সিরিয়ালের (Television Serial) পুরোহিত বাসুদেব চক্রবর্তী

১৬ ই ডিসেম্বর, সোমবার আর্টিস্ট ফোরামের তরফে প্রবীণ অভিনেতার মৃত্যু সংবাদ প্রকাশ করা হয়। একটি বিবৃতিতে লেখা হয়, ‘বর্ষীয়ান অভিনেতা ও আমাদের সদস্য, বাসুদেব চক্রবর্তী আমাদের ছেড়ে চিরতরে চলে গেলেন। তাঁর মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করছি’।

Television serial actor basudeb chakraborty is no more

মৃত্যু সংবাদ প্রকাশ করেন ছেলে: আর্টিস্ট ফোরামের এই বিবৃতি আবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী (Television Serial) পুষ্পিতা। বর্ষীয়ান অভিনেতার ছেলে অতনু চক্রবর্তীও বাবার মৃত্যু সংবাদ প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। আবেগঘন পোস্টে লিখেছেন, ‘বাবা বলে ডাকলে আর কেউ সাড়া দেবে না’।

আরো পড়ুন : আগেও ছিল এক বউ, ডিভোর্সি রাজকেই বিয়ে করেন শুভশ্রী! দুজনের বয়সে কত ফারাক জানেন?

কী হয়েছিল অভিনেতার: অভিনেতা বাসুদেব চক্রবর্তীর পরিবারের তরফে জানানো হয়, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। শারীরিক অসুস্থতায় ভুগছিলেন অভিনেতা (Television Serial)। বৃহস্পতিবার ভোররাতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাঁর মৃত্যুর খবরে শোকাহত সহকর্মী থেকে দর্শকরাও।

আরো পড়ুন : বয়স পেরিয়েছে আশি, বার্ধক্যকে গুলি মেরে দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে জিতেন্দ্র! বাবার বিয়েতে নাচলেন একতা

ছোটপর্দার পরিচিত মুখ ছিলেন বাসুদেব চক্রবর্তী। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় না করেও যে দর্শকদের মন জয় করা যায় তা দেখিয়ে দিয়েছিলেন তিনি। বহু সিরিয়ালে (Television Serial) পুরোহিতের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। তাঁর ধীরস্থির, শান্ত ভাবে ডায়লগ বলার ভঙ্গিমা পছন্দ করতেন অনেকেই। শেষবার ‘মিঠিঝোরা’ সিরিয়ালে দেখা গিয়েছে তাঁকে। সেখানেও স্রোত সার্থকের বিয়ে দিয়েছেন তিনি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর