বাংলা হান্ট ডেস্কঃ এখনও এক বছরও হয়নি বিনোদন জগত থেকে রাজনীতিতে নাম লিখিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। এরই মধ্যে হুগলিবাসীর (Hoogly) জন্য বড় উদ্যোগ নিয়ে ফেলেলেন তিনি। এমনিতে টেলিভিশনের পর্দায় প্রতিদিন বিকেল হতেই উপহারের ডালি নিয়ে চলে আসেন রচনা। আর এবার বড়দিনের আগেই নিজের এলাকার মানুষদের জন্য দারুন উপহার নিয়ে হাজির হলেন তিনি।
রচনার (Rachna Banerjee) চিঠিতে ‘গ্রিন সিগন্যাল’ রেলমন্ত্রীর
আগামী দিনে তাঁরই উদ্যোগে হুগলিতে চালু হতে পারে মেট্রোরেল (Metro Rail)। তবে রচনা (Rachna Banerjee) জানিয়েছেন সবটাই রয়েছে কেন্দ্রের হাতে। তাই কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে আগামী দিনে হুগলিতেও মেট্রো চলবে। ইতিমধ্যেই শহর কলকাতা থেকে পাতাল রেল পৌঁছে গিয়েছে হাওড়া জেলায়। এবার মেট্রো রেলের গন্তব্য হতে চলেছে হুগলি জেলা।
এ বিষয়ে আজ দারুন আশাবাদী শোনাল, হুগলির সাংসদ রচনা বন্দোপাধ্যায়কে (Rachna Banerjee)। সোমবার হুগলি জেলাশাসক মুক্তা আর্যর সঙ্গে এলাকার উন্নয়ন নিয়ে বৈঠকে বসেছিলেন রচনা। সেখানেই আলোচনার মধ্যে উঠে আসে মেট্রো রেলের কথা। এদিনের বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রচনা বললেন, ‘চুঁচুড়া ব্যান্ডেল পর্যন্ত মেট্রো রেল আনতে পারলে অনেক মানুষের খুব উপকার হবে’।
সেটা নিয়েই এখন চিঠি পত্র দেওয়ার কাজ চলছে বলে জানিয়েছেন তিনি। রচনার (Rachna Banerjee) কথায় বিষয়টা অনেক বড়, তাই এক্ষেত্রে কেন্দ্রের সাহায্য ছাড়া কোন কিছুই সম্ভব হবে না। তিনি জানিয়েছেন সেটা নিয়েই এখন আওয়াজ তোলা হচ্ছে। এই বিষয়ে জেলাশাসকদের সঙ্গেও নাকি তাঁর কথা হয়েছে। তাঁকে ডিএম জানিয়েছেন যদি হুগলিতে মেট্রো রেল চালু করা যায় তাহলে বহু মানুষ উপকৃত হবেন।
কি পদক্ষেপ করেছেন রচনা?
হুগলির তৃণমূল সংসদ রচনা জানিয়েছেন তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে (Ashwini Vaishnaw) চিঠি দিয়েছিলেন। রেলমন্ত্রী তার উত্তর দিয়েছেন। রচনার কথায়, ‘সেটা সবথেকে বড় কথা। কিভাবে এগানো যায় সে ব্যাপারে উনি দেখছেন বলেও জানিয়েছেন’। এ ছাড়া এদিন রচনা জানিয়েছেন জমি অধিগ্রহণের বিষয় থাকলে সেটাও দেখতে হবে। কোথায় কিভাবে এই মেট্রো তৈরির ব্যাপারে এগোতে হবে সেবিষয়েই রেলমন্ত্রীর সাথে তাঁর আলোচনা হয়েছে বলেই জানিয়েছেন রচনা।
আরও পড়ুন: ‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার
তবে সরাসরি ব্যান্ডেল নয় শ্রীরামপুর-হাওড়া সংযোগকারী মেট্রো রেলপথ তৈরি হতে পারে আগামী দিনে। তবে রচনা নিজে এই বিষয়ে উদ্যোগ নিলেও তা পুরোপুরি সফল হবে কিনা তা কেন্দ্রের ওপরেই নির্ভর করছে বলেই জানিয়েছেন তিনি। রচনা বলেছেন, ‘গোটাটাই কেন্দ্রের হাতে তারা যদি একটু দয়াশীল হয়, দয়া দেখান আমরা তাহলে লড়তে পারি।’
তবে এই বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে রচনার এখনও পর্যন্ত কোনো কথা হয়নি বলেই জানা যাচ্ছে। তিনি জানিয়েছেন, ‘যদি মন্ত্রীদের সঙ্গে কথা বলে বিষয়টা মিটে যায়, তাহলে আর প্রশ্ন নেই। প্রসঙ্গত ইতিপূর্বে পেট্রোল থেকে সরাসরি কলকাতা যাওয়ার মেট্রো রেল চালু করার দাবি তুলেছিলেন বিজেপির শান্তনু ঠাকুর।