বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় দল (Team India) যখনই অস্ট্রেলিয়া সফরে যায়, তখনই কিছু না কিছু বিতর্ক ঘটে। সম্প্রতি, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজাকে অস্ট্রেলিয়ান মিডিয়া দ্বারা নিশানা করা হয়েছিল। শুধু তাই নয়, তাঁদের ব্যাপক সমালোচনাও করা হয়েছিল। যদিও, চতুর্থ টেস্টের আগে ফের বড়সড় বিতর্কের উদ্রেক ঘটেছে।
অসন্তুষ্ট টিম ইন্ডিয়া (Team India):
মূলত, ভারতের (Team India) অনুশীলন পিচ নিয়ে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্ট ম্যাচটি আগামী ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে সম্পন্ন হবে এবং উভয় দলই এর প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে। তবে, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলনের জন্য টিম ইন্ডিয়ার জন্য থাকা পিচগুলি নিয়ে ভারতীয় শিবির মোটেও খুশি নয়।
1st Picture – Pitches for Australia for the practice at MCG.
2nd Picture – Pitches for India for the practice at MCG. (RevSportz). pic.twitter.com/wGEx9tZJxW
— Tanuj Singh (@ImTanujSingh) December 23, 2024
কি জানা গিয়েছে: মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে যে, মেলবোর্নে অনুশীলনের জন্য ভারতকে (Team India) এখনও পর্যন্ত যত পিচ দেওয়া হয়েছে, তাতে ফাস্ট বোলারদের খুব একটা সাহায্য মিলছে না। আসলে, ওই পিচগুলিতে খুব কম বাউন্স রয়েছে এবং সেগুলি দেখতে প্লেট ট্র্যাকের মতো। এই কারণেই সন্তুষ্ট নয় ভারতীয় দল। জানিয়ে রাখি যে, ভারত গত ২১ এবং ২২ ডিসেম্বর MCG-তে অনুশীলন করেছিল এবং সেই সময়ে, রোহিত শর্মার চোটের খবরটি সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে।
আরও পড়ুন: শুধু ব্যাট হাতে নয়…..IPL ২০২৫-এ রিঙ্কুই করবেন বাজিমাত! রাখঢাক না রেখে জানালেন পরিকল্পনা
উল্লেখ্য যে, গত রবিবার আকাশ দীপও পিচ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছিলেন। যেখানে তিনি জানান, “আমি মনে করি এই উইকেটগুলি সাদা বলের ক্রিকেটের জন্য। বাউন্স কম রয়েছে, এবং ব্যাটারদের জন্য বল ছেড়ে দেওয়া কঠিন মনে হয়েছে।”
আরও পড়ুন: পুরনো গাড়ি কেনাবেচার আগে হয়ে যান সাবধান! সরকারের এই একটি সিদ্ধান্তেই মাথায় হাত আমজনতার
এদিকে, অস্ট্রেলিয়া ২৩ ডিসেম্বর অর্থাৎ সোমবার অনুশীলন শুরু করেছে এবং তাদের নতুন পিচ দেওয়া হয়েছে। এমতাবস্থায়, ভারতকে (Team India) ইচ্ছাকৃতভাবে ধীর গতির পিচে প্র্যাকটিস করতে বাধ্য করা হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। এদিকে, এমসিজির পিচ কিউরেটর এই ধরণের অভিযোগকে ভিত্তিহীন হিসেবে বিবেচিত করে বলেন ম্যাচের ৩ দিন আগে নতুন পিচ দেওয়া হয়। তিনি জানান, “আমরা ভারতীয় দলের সূচি আগে থেকেই পেয়েছিলাম। কিন্তু আমরা সাধারণত ম্যাচের ৩ দিন আগে ম্যাচ-কেন্দ্রিক উইকেট দিয়ে থাকি। এটা সব দলের জন্য প্রযোজ্য।”