বাংলা হান্ট ডেস্কঃ বিতর্কিত মন্তব্যের জেরে এবার বিপাকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিজেপি নেতাকে এবার আইনি চিঠি পাঠালেন ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা (Sawkat Mollah)। অভিযোগ তাঁকে ‘জঙ্গি’ বলে আক্রমণ করায় এদিন শুভেন্দুকে ১৫ দিনের মধ্যে ক্ষমা চাইতে বললেন শওকত মোল্লা।
কার লাভ লেটারের অপেক্ষায় আছেন শুভেন্দু (Suvendu Adhikari)?
শওকত এদিন চিঠি পাঠিয়েছেন শুনে শুভেন্দুবাবু (Suvendu Adhikari) বলেন ‘লাভ লেটার’-এর অপেক্ষায় আছি। পেলেই জবাব দেব’। সম্প্রতি এক সভা থেকে শওকত মোল্লা বলেছিলেন, ‘বাংলায় বহু মীরজাফর এসেছে। আপনারা সবাই জানেন তাদের কি পরিণতি হয়েছে। সবার অপঘাতে মৃত্যু হয়েছে। উপরওয়ালাও ক্ষমা করবে না ওকে’। আগামী দিনে ওকেও ঠিক মীরজাফরের মতোই চলে যেতে হবে বলেই মন্তব্য করেছিলেন শওকত।
শওকত মোল্লার এই কথা শুনে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) পাল্টা বলেছেন, ‘সিপিএমের হার্মাদ ছিল তৃণমূলের জল্লাদ হয়েছে। ও জঙ্গিদের লুকিয়ে রাখছিল জাভেদ মুন্সী ধরা পড়ার পর ও নিজেই আতঙ্কিত। কারণ শওকত মোল্লা নিজেও আর একটা জঙ্গি। তাই আমার মৃত্যু কামনা করেছে।’
আরও পড়ুন: আজ বৃষ্টি দক্ষিণবঙ্গের তিন জেলায়, বছর শেষে হবে পারদ পতন? আবহাওয়ার খবর
শওকত মোল্লাকে ‘জঙ্গি’ বলে সম্বোধন করার পর শুভেন্দু বাবুকে শুক্রবার চিঠি পাঠিয়েছেন শওকত মোল্লা। এরপর তিনি বলেন, ‘দুদিন আগে সাংবাদিক বৈঠক করে ও যে সমস্ত কথা বলেছে, ক্যানিংয়ে যে জঙ্গি ধরা পড়েছে সেটা নাকি আমার সেভ কাস্টডিতে ছিল? ও আমাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করায় ওকে আমি আইনি নোটিশ পাঠিয়েছি। হয় ও ১৫ দিনের মধ্যে ক্ষমা চাইবে নইলে ওর বিরুদ্ধে যে আইনি ব্যবস্থা নেওয়ার আমি নেব.ওকে আমি কোর্টে টেনে নিয়ে যাব।’
শওকত মোল্লা আইনি নোটিশ পাঠিয়েছেন, এ কথা শোনার পর শুভেন্দু অধিকারী বলেন, ‘আমি তো অপেক্ষা করছি চিঠি পেলেই জবাব দেব। ২০২১ সালে বিচারপতির বিন্দালের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ জাতীয় মানবাধিকার কমিশনকে ভোট পরবর্তী হিংসা তদন্ত করতে বলেছিল। তাতে জাতীয় মানবাধিকার কমিশন ১৯ জন দাগী কুখ্যাত লোকের নাম জমা দিয়েছে। তাদের মধ্যে অন্যতম শওকত মোল্লা। আমি তো কাগজ নিয়ে বসে আছি লাভ লেটার পেলেই আমি উত্তর দিয়ে দেব।’