পাকিস্তানি মুসলিম মহিলাকে মোদী সরকার দিলেন ভারতের নাগরিকত্ব!

ভারতের (India)  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) লোকসভা ভোটে প্রচন্ড বহুমতের সাথে জয়লাভের পরেই এক ঘোষণা করেছিলেন। নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে তাদের সরকারের প্রাথমিতা হবে, সংখ্যালঘুদের বিশ্বাস জয় করা। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে সরকার এখন সেই দিকেই পা বাড়িয়েছে। যার মধ্যে মুসলিম ছাত্রদের IPS, IAS এর জন্য ফ্রী কোচিং, প্রচুর স্কলারশিপ দেওয়ার প্রকল্প চালু করা হয়েছে। একই সাথে গ্রাজুয়েশন সম্পূর্ণ করলে মুসলিম ছাত্রীদের জন্য বিশেষ স্কলারশিপ দেওয়ার কথা বলা হয়েছে। মুক্তার আব্বাস নাকভির নেতৃত্বে প্রকল্পগুলির বাস্তবায়ন দ্রুতগতিতে শুরু হয়েছে।

মুসলিমদের বিশ্বাস জেতার জন্য বিজেপির সরকার যে প্রয়াস শুরু করেছে তাতে এদিন  লখনউতে আরো এক বড়ো কর্মকান্ড করা হয়েছে। ভারতে ২৫ বছর ধরে থাকা এক মুসলিম মহিলাকে নরেন্দ্র মোদীর সরকার নাগরিকত্ব প্রদান করেছে। লখনউতে ২৫ বছর ধরে বাস করা মুসলিম মহিলার নাম ইফরাত যাকে কেন্দ্রের মোদী সরকার নাগরিকত্ব প্রদান করেছে। ওই মুসলিম মহিলা বহু সময় আগে ভারতে এক মুসলিম ব্যাক্তির সাথে নিকাহ করে ভারতে চলে এসেছিল। বহু সময় ধরে এই মুসলিম মহিলা ভারতের নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করছিল।

IMG 20190716 121246

শেষমেষ আজ মোদী সরকার পাকিস্তানের ওই মুসলিম মহিলাকে নাগরিকত্ব প্রদান করেছে। ইফরাত নাগরিকত্ব পেয়ে নিজের খুশি ব্যাক্ত করেছেন। হাতে নাগরিকত্ব কার্ড নিয়ে মোদী সরকারের কাজের প্রশংসা করেছেন। মোদী সরকার, সবকা সাথ সবকা বিকাশের নীতি নিয়ে মুসলিমদের খুশি করার যে প্রচেষ্টা করেছেন তা কাজে দিচ্ছে।

সম্পর্কিত খবর