সার্থক বিমানযাত্রা! রামনবমীতে রামসেতু দর্শন! আপ্লুত প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখলেন…

Published On:

বাংলাহান্ট ডেস্ক : শ্রীলঙ্কা সফর সেরে দেশে ফিরছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ফিরতি পথে বিমানে বসেই প্রধানমন্ত্রী চাক্ষুষ করলেন রামসেতুর অবর্ণনীয় সৌন্দর্য। রামসেতু দর্শন রীতিমত আবেগাপ্লুত করে তুলল প্রধানমন্ত্রীকে। সেকথা আবার নিজের এক্স হ্যান্ডেলে অনুরাগীদের সাথে ভাগও করে নিলেন মোদি।

মোদির (Narendra Modi) রাম সেতু দর্শন

‘রামসেতু দর্শন করে ধন্য হলাম,’ সোশ্যাল মিডিয়ায় এমনভাবেই নিজের অনুভূতি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী। কিছুদিন আগেই বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড উড়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সম্মেলন শেষে ফিরতি পথে ঝটিকা সফরে শ্রীলঙ্কায় যান প্রধানমন্ত্রী। আজ শ্রীলঙ্কা সফর সেরে ভারতের (India) উদ্দেশ্যে আসার পথে মাঝআকাশে বসেই প্রধানমন্ত্রী চাক্ষুষ করলেন রামসেতু।

আরও পড়ুন : ‘রামভক্তরা জেগেছে, রাষ্ট্রবিরোধীরা ঠাণ্ডা হয়ে গেছে’! রামনবমীতে বিস্ফোরক দিলীপ ঘোষ

কাকতালীয়ভাবে ঠিক সেই সময়েই সূর্যতিলকও সম্পন্ন হয় অযোধ্যার রাম মন্দিরে। বিমানে বসেই এই দুই দৃশ্যের সাক্ষী থাকলেন মোদি। আজ দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, ‘কিছুক্ষণ আগে শ্রীলঙ্কা থেকে ফেরার পথে রাম সেতুর দর্শন পেয়ে ধন্য হলাম। কাকতালীয়ভাবে এই ঘটনা এমন সময়ে ঘটেছিল যখন অযোধ্যায় সূর্যতিলক সংঘটিত হচ্ছিল।  উভয়ের দর্শন পেয়ে ধন্য। প্রভু শ্রী রাম আমাদের সকলের ঐক্যবদ্ধ শক্তি। আমার প্রার্থনা তাঁর আশীর্বাদ সবসময় থাকুক আমাদের উপর।’

Narendra Modi x handle post on ram Navami

গত বছর অসম থেকে দিল্লি ফেরার পথেও ঘটেছিল এরকমই একটি ঘটনা। রামনবমীর দিন বিমানে অসম থেকে দিল্লি ফেরার পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যার রামমন্দিরের সূর্যতিলকের সাক্ষী থাকতে চোখ রেখেছিলেন ট্যাবলেটে। এমনকি একটি ছবিতে দেখা যায়, ট্যাবলেটে সূর্যতিলকের মুহূর্তের লাইভ স্ট্রিমিং দেখার সময়ে পায়ের জুতোও খুলে রেখেছিলেন মোদি। প্রভু রামের প্রতি প্রধানমন্ত্রীর এরূপ শ্রদ্ধা দেখে আবেগে ভেসেছিল গোটা দেশ। ধন্য ধন্য করেছিলেন অনুরাগীরা। শ্রীলঙ্কা থেকে ফেরার পথে এবছরও যেন সেই ঘটনারই পুনরাবৃত্তি হল আরও একবার।

থাইল্যান্ডের বিমসটেক সম্মেলন থেকে প্রধানমন্ত্রী সোজা উড়ে যান শ্রীলঙ্কায়। সেদেশের সর্বোচ্চ সম্মান ‘লঙ্কা মিত্রা বিভূষণা’য় ভূষিত করা হয় মোদিকে। প্রধানমন্ত্রীর উপস্থিতে দুই দেশের মধ্যে সাক্ষরিত হয় প্রথম প্রতিরক্ষা চুক্তি। এমনকি শ্রীলঙ্কার মাটি ব্যবহার করে ভারত বিরোধী কার্যকলাপ যাতে সংঘটিত না হয়, সেই ব্যাপারেও এদিন মোদিকে আশ্বাস দেন শ্রীলঙ্কার নয়া বামপন্থী রাষ্ট্রপতি অনুরাকুমার দিসানায়েকে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X