নতুন নিয়ম জারি সরকারের! সীমার বাইরে টাকা তুললেই দিতে হবে ২% TDS

বাংলা হান্ট ডেস্ক: নিয়ম বদল রিজার্ভ ব্যাংকের। ১ সেপ্টেম্বর থেকে টাকা তোলার নিয়ম বদল করে, জারি হবে নতুন নিয়ম৷ এবার থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা তোলার ক্ষেত্রে দিতে হবে ২ শতাংশ টিডিএস৷ ১ সেপ্টেম্বর থেকে এটি সম্পূর্ণ ভাবে চালু করা হবে৷ জানা গেছে এই নিয়ম কার্যকর হবে ব্যাঙ্কিং সংস্থা, ব্যাঙ্কিং সহকারী সংস্থা, ডাকঘর, প্রতিনিধির মাধ্যমে চালিত সংস্থার সাহায্যের দ্বারা৷

images 29 2

অর্থবর্ষ ২০১৭-২০১৮ সালে ৪৪৮ এমনই ছিল, যেখান থেকে নগদ টাকা তোলা হয়েছে প্রায় ৫.৫৬ লক্ষ কোটি টাকা। যার জেরে সরকার এ বছর ঘোষণা করেছেন ১ কোটি টাকার বেশি তুললেই দিতে হবে ২ শতাংশ টিডিএস।

শুধু তাই নয়, ১ সেপ্টেম্বর থেকে কোনও ব্যক্তি এইচইউএফে কোনও ঠিকাদার বছরে ৫০ লক্ষ টাকা বিনিয়োগ করলে ৫ শতাংশ হারে দিতে হবে টিডিএস৷

Admin

Krishna Chandra Garain, BIET alum, blends mechanical ingenuity with literary finesse. An adept in technical and business content, his words breathe life into concepts. With a background in mechanical engineering, he navigates complexities effortlessly, crafting narratives that enlighten and inspire. A virtuoso of words, Krishna transforms ideas into captivating realities.

সম্পর্কিত খবর