জেলে যাওয়ার আগেই প্রতিক্রিয়া দিলেন পি চিদম্বরম, কী বললেন তিনি জেনে নিন

আর্থিক প্রতারণা মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম৷ বৃহস্পতিবার সিবিআইয়ের বিশেষ আদালতের রায়ে আপাতত চোদ্দো দিন জেল হেফাজত হলেও পি চিদম্বরমের৷ সিবিআইয়ের তরফ থেকে পি চিদম্বরমকে নিজেদের হেফাজতে রাখতে চায় না বলেই ঘোষণা করে দেওয়ার পর সিবিআই আদালতের বিচারকের তরফ থেকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে৷ 19 সেপ্টেম্বর তারিখে এই মামলার পরবর্তী শুনানিতেই স্থির হবে পি চিদম্বরমের ভবিষ্যত৷ তাই আপাতত তাঁর ঠাঁই তিহার জেলে সাত নম্বর জেল৷

এক সময় জেলে যেতে চান না বলে নানান রকমের যুক্তি সাজিয়ে ছিলেন শুধু তাই নয় আদালতের তরফ থেকে তাঁর উপরে গ্রেফতারির স্থগিতাদেশ তুলে দেওয়ার পর অন্তর্ধানে চলে গিয়েছিলেন তিনি৷ যদিও তা ধোপে টেকেনি৷ কিন্তু জেলে যাওয়ার আগে প্রথম প্রতিক্রিয়া দিলেন পি চিদম্বরম৷ দেশের অর্থনীতি নিয়ে চিন্তিত তিনি এমনটাই জানালেন৷ প্রয়োজনে তিনি ইডির হেফাজতে যেতে চান কিন্তু তিহার জেলে যেতে চান না তাঁর মক্কেল বৃহস্পতিবার শুনানির শুরুতেই জানিয়েছিলেন চিদম্বরমের আইনজীবী কপিল সিব্বল৷

কিন্তু জামিনে থাকলে প্রমাণ লোপাটের আশঙ্কা রয়েছে এই প্রসঙ্গ তুলে সিবিআই আইনজীবীরা বিষয়টিকে মোটেও ছেড়ে দিতে রাজি হননি ও নদীকে দেশের শীর্ষ আদালতেও চিদাম্বরমের অন্তর্বর্তীকালীন জামিনের আর্জি খারিজ হয়ে যায়৷ পাশাপাশি পি চিদম্বরমের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ প্রমাণ করতে তদন্তকারীদের সহযোগিতার দাবি জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে৷

সম্পর্কিত খবর