বিপাকে সাংসদ! দেবের বিরুদ্ধে হাইকোর্টে গুরুতর অভিযোগ প্রৌঢ়ের!

বাংলাহান্ট ডেস্ক : সাংসদ (Members of Parliament) অভিনেতা (Actor) দেবের (Dev) বিরুদ্ধে এবার এক গুরুতর অভিযোগ প্রকাশে এলো। জানা গিয়েছে, ফ্ল্যাটের মধ্যেই মিউজিক স্টুডিও খুলে বসেছেন দেব। আর সেইজন্যেই নাকি টলিপাড়ার বিখ্যাত অভিনেতা দেবের ফ্ল্যাট থেকে প্রায়শই গানবাজনার কারণে উচ্চস্বরে আওয়াজ আসে। ফলে, একপ্রকার টেকা দায় হয়ে যাচ্ছিল প্রৌঢ় দম্পতির। এবার অভিনেতার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে নালিশ ঠুকলেন তারা।

সূত্রের খবর, হাইকোর্ট (Highcourt) অবশ্য প্রৌঢ় দম্পত্তির অভিযোগের বিষয়ে কোন সরাসরি পদক্ষেপ এখনও পর্যন্ত গ্রহণ করে নি। পরিবর্তে হাইকোর্টের তরফে দেবের এই প্রতিবেশী দম্পতিকে কলকাতা পুরসভার দ্বারস্থ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেবের প্রতিবেশী নিকোলাস ওয়ারেন বার্ড যে মামলাটি করেছেন সেটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা আর দিনকয়েকের মধ্যেই পুরসভার লাইলেন্স বিভাগের প্রধান ম্যানেজার জানিয়েও দেবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণ কলকাতার একটি অভিজাত আবাসনে থাকেন সাংসদ অভিনেতা দেব। সেখানেই দেবের এই প্রৌঢ় প্রতিবেশীর অভিযোগ, মিউজিক স্টুডিয়োর কারণেই দেবের ফ্ল্যাট থেকে হামেশাই গান, বাজনার শব্দ বাইরে আসে। তীব্র আওয়াজের জন্যেই তাঁর অসুস্থ স্ত্রীর সমস্যা বাড়ছে বৈ কমছে না। এই নিয়ে আবাসন কর্তৃপক্ষের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েছিলেন তিনি। কিন্তু, কোন কাজের কাজ না হওয়ায় শেষমেশ আইনি পথে হাঁটেন ওয়ারেন বার্ড।

এদিকে, গত বছরই এই মামলা নিয়ে উচ্চ আদালতের তরফে থেকে কলকাতা পুরসভার অবস্থান জানতে চাওয়া হয়েছিল। তারপরেই কেএমসি-র তরফে জানানো হয়, সমস্ত নিয়ম মেনেই ফ্ল্যাটে ব্যবসা করার জন্য দেবকে লাইসেন্স দেওয়া হয়েছিল। দেবের পক্ষ থেকেও জানানো হয়, কারুর কোনওরকম অসুবিধা করার কোনও উদ্দেশ্য নেই তাঁর, যথাসাধ্য শান্ত পরিবেশেই ব্যবসায়িক কাজ চলে। আবাসনের সব নিময়ই মেনে চলছেন তিনি।

Dev

প্রবীণ দম্পতি অবশ্য অভিযোগ করেছেন, আবাসন কর্তৃপক্ষের তরফে দেবকে মিউজিক স্টুডিয়ো খোলার অনুমতি দেওয়া হয়নি। ফলে, দুই প্রতিবেশীর মধ্যে এই ঝামেলাটি কেন্দ্র করে চাপানউতোর শুরু হয়। শেষমেষ মামলাটি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে গেলে ডিভিশন বেঞ্চ মামলার দায়িত্বাভার কলকাতা পুরসভার হাতে তুলে দেয়। ইতিমধ্যেই নাকি গোটা বিষয় নিয়ে আলোচনা শেষ পুরসভায়, শীঘ্রই সিদ্ধান্ত জানানো হবে।

 

 


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর