লকডাউন: বাইকে নিয়ে বিয়ে করতে এল বর, বউ নিয়ে গেল ওই বাইকেই

মঙ্গলবার উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলাতে লকডাউনগুলির মধ্যে একটি অন্যরকম বিয়ে হয়েছিল। সিংহাহীর গ্রাম পঞ্চায়েতের নিবারিয়ার মাজরার প্রেমনগরের বাসিন্দা রাজেশের বিয়ে হয়েছিল থনিঘাসনের ঝাঁদি গ্রামের বাসিন্দা রাধিকার সাথে। যার পরে বরকে বাইকে করে কনেকে বিদায় জানাতে বাধ্য করা হয়। কারণ করোনা ভাইরাসের জন্য দেশের সর্বত্র এখন লক ডাউন।

গত বিশে এপ্রিল সোমবার চারটি বাইক মিছিল নিয়ে বর তার বাবা ও ভাইদের সাথে উপস্থিত হয়েছিল। সবার নিয়ম আচারের সাথে সাত পাক ঘুরে নিয়েছিলেন এবং সন্ধ্যায় আবার কনেকে বাইকে নামিয়ে দিয়ে বাড়িতে নিয়ে যান।

আর এই ঘটনা প্রকাশ্যে আসতে অবাক সবাই। কারণ এর আগেই এরকম বিয়ে আগে দেখা যায়নি। করোনা ভাইরাস যেন ক্রমশ শক্তিশালি হচ্ছে। আর তার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা।আর এই পরিস্থিতিতে ভারোতেও আক্রান্ত প্রায় ষোলো হাজারের এর বেশী। আর্থিক সাহায্য দেওয়ার জন্য বেশ কয়েকটি কেন্দ্রীয় মন্ত্রী, বেসরকারী সত্ত্বা,

শিল্পপতি ও সরকারী সংস্থা প্রধানমন্ত্রীর ঘোষণায় সাড়া দিয়ে তহবিলের অবদান রেখেছেন।করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন। আগামী ২১দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন। এর মধ্যে কেটে গেছে সতেরো দিন। তাও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আগামী তিন মে পর্যন্ত পুরো দেশেই মানা হবে লকডাউন।


সম্পর্কিত খবর