নাগরদোলায় বসে সেলফি নেওয়াই হল কাল, চুল জড়িয়ে উড়ে গেল তরুণীর খুলি! মর্মান্তিক কাণ্ড বাঁকুড়ায়

বাংলাহান্ট ডেস্ক : নাগরদোলায় বসে সেলফি তুলতে গিয়ে চরম খেসারত দিতে হল এক তরুণীকে। নাগরদোলার (Joy Ride) চাকায় মাথার চুল আটকে গিয়ে মৃত্যু হল তার। মৃত যুবতীর নাম প্রিয়াঙ্কা বাউরি। তার বয়স ২০ বছর। বাঁকুড়া শহর (Bankura) সংলগ্ন প্রাচীন এক্তেশ্বর শিব মন্দির এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে শুক্রবার।

জানা গিয়েছে মৃত যুবতী চৈত্র সংক্রান্তির গাজনের মেলায় এসে নাগরদোলায় চড়েছিলেন।
সূত্রের খবর, সানবাঁধা গ্রাম পঞ্চায়েতের ভাদুল গ্রামের বাসিন্দা প্রিয়াঙ্কা এক্তেশ্বরে শিবের গাজনে
গিয়েছিলেন। এই মেলায় গিয়ে তিনি উঠে বসেন একটি নাগরদোলায়। এরপর সেখানে সেলফি তুলতে গিয়ে তার মাথার চুল নগরদোলার চাকার সাথে জড়িয়ে যায়।

হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় স্বাভাবিকভাবেই উপস্থিত সকলে হতভম্ব হয়ে যান। এরপর তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে। যুবতীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রেফার করা হয় কলকাতায়।

mi2p3td8 death

কিন্তু, চিকিৎসকদের সব চেষ্টা বিফলে চলে যায়। কলকাতায় নিয়ে আসার পথে মৃত্যু হয় প্রিয়াঙ্কার। এরপর প্রিয়াঙ্কার দেহের ময়নাতদন্ত হয় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে। ময়নাতদন্তের পর প্রিয়াঙ্কা দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রাম জুড়ে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর