মনের মত হয়নি চুল কাটা! নাপিতকে শায়েস্তা করতে থানায় ছুটলেন যুবক, ঘটনা এই বাংলারই

বাংলাহান্ট ডেস্ক : মনের মতো চুল কাটতে পারেননি নাপিত। তাই থানায় গিয়ে সেলুন মালিকের বিরুদ্ধে অভিযোগ জানালেন এক যুবক। যুবকের নালিশ শুনে হতবাক পুলিশও। পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ে ঘটেছে এই ঘটনা। যুবকের অভিযোগের ভিত্তিতে যদিও পদক্ষেপ করেনি পুলিশ। পুলিশের বক্তব্য, এটা ক্রিমিনাল ম্যাটার নয়, সিভিল ম্যাটার এটা।

যুবকের এই কান্ড কারখানায় শুধু পুলিশ নয়, সেলুন মালিকও হেসে গড়াগড়ি খাচ্ছেন। জানা গেছে এই সেলুনটি রয়েছে ক্ষীরপাইয়ে সিনেমা হলের কাছে। এক যুবক গত ১৪ই ফেব্রুয়ারি ওই সেলুনে চুল কাটতে যান। মৌখিকভাবে তিনি সেলুন মালিককে জানান কেমন ডিজাইনে চুল কাটতে হবে। যুবকের অভিযোগ তারপরেও সেলুন মালিক খারাপ ভাবে তার চুল কেটেছেন।

আরোও পড়ুন : ভোটের মুখে নয়া চমক! মার্কেট কাঁপাবে নতুন ১০০ টাকার নোট, আগেরগুলো কি করবেন?

বাড়ি ফিরে স্নান করার পর চুল আঁচড়ানোর সময় ওই যুবক লক্ষ্য করেন তার মাথার দু’ধারের চুল পাতলা রয়েছে এবং মাথার উপরের চুল ছোট-বড় হয়ে রয়েছে। চুলের এই অবস্থা দেখে ওই যুবক ক্ষুব্ধ হয়ে যান। এরপর গত ৫ই মার্চ যুবক ফের ওই সেলুনে যান। সেলুন মালিককে ঠিক করে চুল কেটে দিতে বলেন।

আরোও পড়ুন : প্রথম দিনেই এত্ত ভিড়! ভাঙল অতীতের সব রেকর্ড, কতজন উঠলেন গঙ্গার নীচের মেট্রোয় ?

তবে যুবকের অভিযোগ তারপরেও ঠিকমতো চুল কাটা হয়নি তার। ক্ষুদ্ধ হয়ে ওই যুবক সোজা চলে যান থানায়। সেখানে গিয়ে অভিযোগ জানান সেলুন মালিকের বিরুদ্ধে। পুলিশের কাছে তার আর্জি সেলুন মালিকের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশের এক আধিকারিকের কথায়, এটা একটা সিভিল ম্যাটার, তাই সিভিল কোর্টে গিয়ে মামলা করা উচিত।

1639973558 haircut

স্থানীয় সূত্রে খবর, একটি মামলায় বছর দুয়েক আগে পুলিশের হাতে গ্রেফতার হন ওই যুবক। একটি ডিভোর্সের মামলাকে কেন্দ্র করে বিচারককে ইট মারার জন্য ওই যুবক অপেক্ষা করছিলেন আদালতের বাইরে। যুবকের গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করেছিল। এবার সেই যুবকই ভুল চুল কাটার অভিযোগ তুলে সেলুন মালিকের বিরুদ্ধে অভিযোগ করলেন থানায়। যদিও এই বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ সেলুন মালিক।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর