ধারাভাষ্য চলাকালীন কিশোরকে চড় মারলেন মহিলা সাংবাদিক, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক : পিটুসি দিতে দিতেই এক কিশোরকে থাপ্পড় মেরে বসলেন এক মহিলা সাংবাদিক। টিভিতে ধারাভাষ্য চলাকালীন হঠাতই মেজাজ হারালেন তিনি। মিডিয়ার ভাষায় যাকে “পিটুসি” (P2C) বলা হয় অর্থাৎ সাংবাদিকটি লাইভ ক্যামেরার সামনে তার বক্তব্য পেশ করছিলেন। সেই পিটুসি চলাকালীন সময়ে একটি কিশোরকে কষিয়ে চড় মারার ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও অনুমান করা হচ্ছিল ওই কিশোরটি মহিলা সাংবাদিককে বিরক্ত করছিলেন।

রবিবার সকাল। বকরি ঈদের দিনে সাজোসাজো রব পাকিস্তান জুড়ে। সেই ঈদের উদযাপনের সংবাদ করতে এসেছিলেন ওই টিভি সাংবাদিক। স্বভাবতই তাকে ঘিরে জটলা পাকিয়েছিল আমজনতা। ওই ভিড়ের মধ্যেই দাঁড়িয়েছিল একটি কিশোর। অনুমান করা হচ্ছে, খবর পরিবেশন করার সময় সম্ভবত এই মহিলা সাংবাদিককে বারবার বিরক্ত করছিল ওই কিশোরটি। তার জন্যই কিশোরটিকে থাপ্পড় মারেন মহিলা সাংবাদিকটি। এরপর সেই মুহূর্তের ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল দুনিয়ায়।যদিও এখনো পর্যন্ত সাংবাদিকের তরফ থেকে এই বিষয়ে কোনোরকম বক্তব্য পাওয়া যায়নি।

   

ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ার পর ঘটনাটি নিয়ে দ্বিধা বিভক্ত আমজনতা। লক্ষ লক্ষ বার দেখা হয়েছে সেই ভিডিওটি। ভিডিওটি দেখে নানা রকম মন্তব্য ছুড়ে দিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ সাংবাদিককে প্রশংসা করে লিখেছেন,”সাব্বাস”। আবার কেউ সাংবাদিকের এই আচরণে ক্ষুব্ধ। তারা প্রশ্ন তুলেছেন “কিশোরটিকে চড় মারার অধিকার সাংবাদিককে কে দিয়েছে!” এর আগেও সাংবাদিকদের বিরক্ত করার নানা রকম ঘটনা সামনে এসেছে পাকিস্তানে। কিছু ভারতীয় দর্শকের অবশ্য বক্তব্য,”যেমন দেশ তেমন বেস “!

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর