শাহরুখের গান গাইতেই মঞ্চে পুলিশ! কনসার্ট বন্ধের নির্দেশ এ আর রহমানকে

বাংলাহান্ট ডেস্ক: বলিউড তথা গোটা দেশের সঙ্গীত ইন্ডাস্ট্রির গর্ব এ আর রহমান (A R Rahman)। দীর্ঘদিন ধরে তিনি সমৃদ্ধ করে আসছেন সঙ্গীত জগৎকে। দেশের জন্য এনেছেন অস্কারও। কিন্তু সম্প্রতি তাঁর সঙ্গেই এমন এক কাণ্ড ঘটল যার জন্য প্রস্তুত ছিলেন না খোদ এ আর রহমানও। মঞ্চে গান গাইতে উঠতেই পুলিশ এসে বাধা দেয় তাঁকে। বন্ধ করে দেওয়া হয় কনসার্ট।

কী হয়েছে ঘটনাটা?

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে পুনেতে এক লাইভ কনসার্টে গান গাইছেন এ আর রহমান। এমন লাইভ অনুষ্ঠান প্রায়ই করে থাকেন তিনি। এটাও ব্যতিক্রম ছিল না। শ্রোতা অনুরাগীরাও রহমানকে সামনে পেয়ে প্রিয় গানের অনুরোধ জানাতে শুরু করে দেন।

j2h2qtro ar

অনুরাগীদের আবদার মতোই ‘দিল সে’ ছবির সুপারহিট ‘ছাঁইয়া ছাঁইয়া’ গানটি গাইতে শুরু করেন এ আর রহমান। কিন্তু তখনি ঘটে অদ্ভূত ঘটনা। সুরকারের কনসার্টে হঠাৎ করেই এসে পড়ে পুলিশ। তড়িঘড়ি বন্ধ করতে বলা হয় এ আর রহমানের কনসার্ট।

এমন ঘটনার কারণ কী? 

হঠাৎ পুলিশের আগমন ঘটল কেন রহমানের কনসার্টে? আসলে যেটা জানা যাচ্ছে, রাত দশটা বেজে গেলেও সুরকারের কনসার্ট তখনো চলছিল। কিন্তু এর অনুমতি ছিল না। তাই হঠাৎ করেই শোতে পুনে পুলিশের এমন আগমন। রহমানকে নির্দেশ দেওয়া হয় কনসার্ট বন্ধ করার। কিন্তু ভিডিওটি দেখে অনেকেই মন্তব্য করেছেন, বিষয়টা যথেষ্ট অপমানজনক অস্কারজয়ী সুরকারের কাছে।

প্রসঙ্গত, ভারতীয় সঙ্গীত জগতের এক অন্যতম নক্ষত্র এ আর রহমান। গানে সুর দেওয়ার পাশাপাশি নিজে গান গেয়েওছেন তিনি। একাধিক ছবিতে বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছেন রহমান। অস্কারজয়ী সুরকার শুধু হিন্দি গানেই নয়, অন্য ভাষার ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন তিনি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর