বাংলাহান্ট ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বিচলিত গোটা বিশ্ব। এমন সময় একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে নয়, আক্রমণ করতে চেয়েছিলেন ভারতের বন্ধু দেশ জাপানকে। এবং সবথেকে বড় অবাক করে দেওয়া বিষয় হল, রুশ গোয়েন্দা সংস্থা এফএসপির এক আধিকারিক নাকি স্বয়ং এই দাবি করেছেন।
রাশিয়ার গোয়েন্দা সংস্থা ‘ফেডারেল সিকিউরিটি সার্ভিস’ এর আধিকারিক এর কথা সম্প্রতি ‘দ্য ইউরেশিয়ান টাইমসের’ একটি প্রতিবেদনে বলা হয়েছে। এই আধিকারিক নিজের পরিচয় গোপন রেখে ‘উইন্ড অফ চেঞ্জ’ ছদ্মনামে অনেক গোপন নথি ফাঁস করেছেন। এই এজেন্ট গত মার্চে রুশ মানবাধিকার কর্মী ভ্লাদিমির ওসেচকিনকে একটি চিঠি লেখেন। সেই চিঠিতে দাবি করা হয়, পুতিন প্রথমে জাপান আক্রমণ করতে চেয়েছিলেন। কিন্তু রুশ বাহিনী পরবর্তীকালে সেই সিদ্ধান্ত বদল করে হানা দেয় ইউক্রেনে।
উল্লেখ্য, প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ওসেচকিনের বিরুদ্ধে। বর্তমানে ‘ gulagu.net’ এর মালিক নির্বাসনে রয়েছেন ফ্রান্সে।
‘উইন্ড অফ চেঞ্জ’ তাঁর নথিতে বলেছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে এফএসবির অন্দরে। পাশাপাশি তিনি এও দাবি করেছেন, পুতিন ২০২১ সালের আগস্ট মাসে ছক কষেছিলেন জাপানে হামলা করার।
প্রসঙ্গত, রাশিয়া ও জাপানের মধ্যে কুরিল দ্বীপ নিয়ে বহুদিনের দ্বন্দ্ব রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হারের পর এই দ্বীপপুঞ্জ রাশিয়া দখল করে নেয়। বর্তমানেও সেটি রয়েছে মস্কোর দখলে। বিশেষজ্ঞরা মনে করেন, কৌশলগতভাবে প্রশান্ত মহাসাগরের এই দ্বীপ রাশিয়া নিজেদের কাছে রাখতে চায়। কিন্তু জাপানে মজুদ করা রয়েছে হাজার হাজার মার্কিন সেনা। তাই এই এলাকায় সামরিক বাহিনীর আগমন রুখতে মরিয়া রাশিয়া।