বাংলাহান্ট ডেস্ক : দীঘা দেবেন্দ্র লাল জগবন্ধু উচ্চ শিক্ষা বিদ্যালয়ের শিক্ষক নন্দ গোপাল পাত্রকে হুমকি দেওয়ার অভিযোগ। ওই স্কুলের দশম শ্রেণীর মুস্তাকিন নামে একটি ছাত্র (Student) স্কুলে দেরি করে আসায় ও ওই শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় নন্দ বাবু প্রতিবাদ (Protest) করেন। তারই প্রতিবাদে ওই ছাত্রটি নন্দবাবুকে মেরে ফেলার হুমকি দেয়, যার ভিডিও ইতিমধ্যে ভাইরাল (Viral) হয়েছে।
একটি ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, ছাত্রটি সরাসরি হুমকি দিচ্ছে শিক্ষকদের। তার বক্তব্য স্কুলের বাইরে বেরোলেই শিক্ষকরা সুরক্ষিত নয় মোটেই। ছাত্রটিকে আরো বলতে শোনা যায়, স্কুলের বাইরে গোটা এলাকা তার। তাই সেখান থেকে বেরোলে সমস্যায় পড়তে হবে শিক্ষকদের। পরবর্তীকালে ওই শিক্ষক যখন বাড়ি ফিরছিলেন তখনই বহিরাগত লোকজন মারধর করা হয় বলে অভিযোগ।
জানা গিয়েছে, স্কুল ছুটির পর বাসে চেপে রামনগর থানার সটিলাপুরে বাড়িতে ফিরছিলেন নন্দবাবু। স্কুল সংলগ্ন লেভেল ক্রসিংয়ের কাছে বাসটিকে দাঁড় করিয়ে বাসে উঠে নন্দবাবুকে মারধর করা হয়। ঘটনায় বাস যাত্রীরা হকচকিয়ে গেলে ও রুখে দাঁড়ালে সঙ্গীদের নিয়ে চম্পট দেয় অভিযুক্ত ছাত্র। প্রসঙ্গত উল্লেখ্য, নিগৃহীত নন্দগোপাল পাত্র ওই স্কুলের গণিতের শিক্ষক। অভিযুক্তের বাড়ি রতনপুরে।
স্কুলের বাইরে আমার এলাকা, দেখ নেব! শিক্ষকদের হুমকি দিঘার স্কুলের ছাত্রের pic.twitter.com/RvddBnlGI9
— Bangla Hunt (@BanglaHunt) March 4, 2023
এরই প্রতিবাদে আজ স্কুলের ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনায় বসেন শিক্ষকরা। সেই সঙ্গে স্কুলে উপস্থিত হয়েছেন প্রাক্তন ছাত্ররা। তাদের মূলত দাবি ওই ছাত্রকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং স্কুলের পরিবেশকে ফিরিয়ে আনা হোক। এরপরেই স্কুলের নিরাপত্তার খাতিরে স্কুলে পুলিশ পোস্টিং করা হয়েছে ও সেইসঙ্গে বাড়তি নজরদারি চালানো হচ্ছে ওই স্কুলের উপরে।