একবিংশ শতাব্দীতেও পিছু ছাড়ছে না কুসংস্কার, সর্পদংশনের পর ওঝার ঝাড়ফুঁকে ভরসা করে মেয়েকে হারাল বাবা

বাংলা হান্ট ডেস্কঃ একদিকে যখন আধুনিকতা থেকে উত্তর-আধুনিকতার দিকে এগিয়ে চলেছি আমরা, তখনই অন্যদিকে পিছু ছাড়ছে না কুসংস্কার। বিশেষত ভারতে এই কুসংস্কারের জেরে প্রতিবছর অসহায় মৃত্যুর মুখে ঢলে পড়তে হয় বহু মানুষকে। কখনও ডাইনি সন্দেহে পিটিয়ে মারা, কখনওবা গাছ গাছরা টোটকার চিকিৎসা করাতে গিয়ে প্রায় বিনা চিকিৎসায় মৃত্যু। এমনই একটি কুসংস্কার হলো সাপে কাটার পর ওঝার কাছে নিয়ে যাওয়া। ভাবলে রীতিমত অবাক হতে হয়, এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও এ ধরনের কুসংস্কারকে প্রাধান্য দিয়ে আসছে মানুষ।

কিন্তু এটাই রূঢ় বাস্তব। সমীক্ষা অনুযায়ী গত দশ বছরে সাপের কামড়ে মৃত্যু হয়েছে প্রায় ছয় লক্ষ মানুষের। কিন্তু তাদের অধিকাংশকেই বাঁচানো যেত, একটু আগে হাসপাতালে নিয়ে এলে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অ্যান্টিভেনামের তুলনায় ওঝার ঝাড়ফুঁকে বেশি বিশ্বাস করেন মানুষ। এই অশিক্ষার কারণেই হারাতে হয় প্রিয় আত্মীয়-পরিজনকে।

ফের এমনই একটি ঘটনা ঘটল গোসাবার কালিদাসপুর গ্রামে। এই গ্রামের বাসিন্দা ১০ বছরের পূজা মৃধাকে গতকাল রাতে সাপে কামড়ায়। রাত এগারোটা নাগাদ বাবার সঙ্গে ঘুমিয়েছিলো পূজা। সেই সময় হঠাৎই সর্পদংশনের শিকার হয় সে। কিন্তু এক্ষেত্রেও হাসপাতালে বদলে তাকে প্রথম নিয়ে যাওয়া হয় স্থানীয় ওঝার কাছে। যার জেরে ব্যয় হয়ে যায় বেশ অনেকটা প্রয়োজনীয় সময়। দীর্ঘক্ষন ধরে চালানো হয় ঝাড়ফুঁক। কিন্তু অবস্থার উন্নতি হয়নি।

শেষ পর্যন্ত তাকে স্থানীয় মোল্লাখালি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে। কার্যত বিনা চিকিৎসাতেই মৃত্যু হয় ছোট্ট এই মেয়েটির। সংস্কার অনুযায়ী এখনও সর্পদংশনের মৃতদেহ ভাসিয়ে দেওয়া হয় নদীর জলে। বেহুলা-লখিন্দরের গাথার কথা মনে রেখে প্রাণ ফিরে পাওয়ার আশায়। কিন্তু এভাবে বিনাচিকিৎসায় আর কত জনের মৃত্যু হবে?

চিকিৎসকরা বলছেন সর্পদংশন এরপর প্রথম ১০০ মিনিট সবচেয়ে জরুরি সময়। এই সময়ের মধ্যে অ্যান্টিভেনাম দিতে পারলে বেশিরভাগ ক্ষেত্রেই বেঁচে যান রোগী। কিন্তু অশিক্ষা আর কুসংস্কারের কারণে চলে যেতে হয় কত কত পূজাদের। এই ঘটনার তীব্র নিন্দা করেছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। নিন্দা করেছেন স্থানীয় প্রশাসনিক আধিকারিকরাও। কিন্তু মানুষের মধ্যে সচেতনতা না জাগলে এই নিন্দায় আদৌ কোনো লাভ হবে কি? উত্তর দেবে সময়ই।


Abhirup Das

সম্পর্কিত খবর