বাংলা ভাষাতেও হবে আধার কার্ড, বাঙালীদের সুবিধার্থে বড় ঘোষণা কেন্দ্রের

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান সময়ে প্রতিটি নাগরিকের কাছেই আধার কার্ড (aadhaar card) থাকা আবশ্যক। এটি এমন একটি কার্ড, যা ছাড়া বাড়ি থেকে এক পাও বেরনো নিরাপদ নয়। যে কোন কাজেই এই আধার কার্ড প্রয়োজন হয়। ব্যক্তির নাগরিকত্ব প্রমাণ থেকে শুরু করে, কোন প্রকল্পের সুবিধা গ্রহণ- সবেতেই প্রয়োজন এই আধার কার্ডের।

তবে এবার এই আধার কার্ড নিয়েই এক বড় ঘোষণা করল কেন্দ্র সরকার। যেখানে বলা হয়েছে নাগরিকরা এখন থেকে নিজেদের আধার কার্ড তাদের পছন্দের ভাষাতেও নিতে পারবেন। সম্প্রতি সময়ে UIDAI-র আপগ্রেডে বিভিন্ন আঞ্চলিক ভাষায় আধার তৈরির কথা জানানো হয়েছে।

Aadhaar card

সাধারণত আধার কার্ডের সমস্ত তথ্য ইংরেজিতেই হয়ে থাকে। তবে কেন্দ্র সরকার জানিয়েছে, নাগরিকরা বাংলা, গুজরাটি, মালায়লাম, মারাঠি, পাঞ্জাবি, তামিল, তেলেগু, উর্দু, হিন্দি, ওড়িয়া এবং কন্নড় ভাষাতেও নিতে পারবেন তাঁদের আধার কার্ড। অর্থাৎ নিজেদের ভাষাতেই এবার পাওয়া যাবে আধার কার্ড।

তবে এই পরিবর্তনের ক্ষেত্রে আপনাকে অনলাইন ফর্ম পূরণ করতে হবে অথবা আধার সেবা কেন্দ্রে গিয়ে অনলাইনে আবেদন করে ভাষা পরিবর্তনের এই অনুরোধ করতে হবে। তারপর ভাষা পরিবর্তন করতে পারবেন আপনার আধার কার্ডে।

এই কাজের জন্য প্রথমে আপনাকে https://uidai.gov.in/ গিয়ে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট অ্যাক্সেস করতে হবে। ‘আপডেট আধার’ সিলেক্ট করে তারপর ‘ডেমোগ্রাফিক ডেটা অনলাইন আপডেট করুন’ অপশনে যেতে হবে। আপনার স্ব-পরিষেবা আপডেট পোর্টাল এখন দৃশ্যমান হতেই প্রয়োজনীয় তথ্য পূরণ করুন এবং ‘জেনারেট ওটিপি’ অপশনে ক্লিক করতে হবে।

এরপর OTP দিয়ে লগ ইন করে ড্রপ-ডাউন মেনু থেকে ‘ডেমোগ্রাফিক্স ডেটা আপডেট করুন’ অপশন সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্য পূরণ করুন করে ‘জেনারেট ওটিপি’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ফর্মটি জমা দিতেই ওটিপি যাবে এবং ৫০ টাকা জমা দিতে হবে। এইভাবে আপডেট প্রক্রিয়া সম্পন্ন হবে।

Smita Hari

সম্পর্কিত খবর