খাবার-জল সব বন্ধ, বাথরুমেও যেতে দেওয়া হয়নি! নওয়াজউদ্দিনের আসল রূপ দেখালেন স্ত্রী আলিয়া

বাংলাহান্ট ডেস্ক: চার দেওয়ালের মধ্যেকার কথা হাটের মাঝে এনে ফেলেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী (Nawazuddin Siddiqui) এবং তাঁর প্রাক্তন স্ত্রী আলিয়া সিদ্দিকী (Aaliya Siddiqui)। অভিনেতা এবং তাঁর পরিবারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন আলিয়া। আইনি বিচ্ছেদের নোটিসও পাঠিয়েছিলেন। তারপরেও দু পক্ষের মধ্যে অশান্তি বন্ধ হয়নি। এবার ফের নওয়াজের পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন আলিয়া।

তাঁর অভিযোগ, শ্বশুরবাড়িতে নাকি রীতিমতো অত্যাচারিত হয়েছেন তিনি। খাবার, জল কিচ্ছু দেওয়া হত না। এমনকি বাথরুমে যাওয়ার অনুমতিও ছিল না। শ্বশুরবাড়ি থেকে তাঁকে তাড়ানোর জন্য সব রকম চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেছেন আলিয়া। তাঁর আইনজীবী রিজওয়ান সিদ্দিকী বিষয়টা সংবাদ মাধ্যমে প্রকাশ করেছেন।

nawazuddin aaliya

কিছুদিন আগেই আলিয়ার বিরুদ্ধে জোরজবরদস্তি বাড়িতে ঢুকে আক্রমণের অভিযোগ এনেছিলেন নওয়াজের মা। এবার আলিয়ার আইনজীবী দাবি করলেন, গত এক সপ্তাহে অভিনেতা ও তাঁর পরিবার একটুও খাবার, জল কিচ্ছু দেয়নি তাঁর মক্কেলকে। স্নান করার জন্য বাথরুমে যাওয়ার অনুমতি ছিল না। ঘুমানোর জন্য বিছানার ব্যবস্থাও করা হয়নি।

আলিয়ার আইনজীবী আরো জানান, এই মূহূর্তে শ্বশুরবাড়ির হলঘরে কোনো রকমে সন্তানকে নিয়ে মাথা গুঁজে পড়ে রয়েছেন তাঁর মক্কেল। তাঁর উপরে সর্বক্ষণ নজর রাখার জন্য সিসিটিভি লাগানো হয়েছে। কয়েকজন পুরুষ নিরাপত্তারক্ষীও বহাল করা হয়েছে।

অভিনেতা এবং তাঁর পরিবারের বিরুদ্ধে আদালতে যাওয়ার জন্য আইনি কাগজপত্রে সই লাগবে আলিয়ার। কিন্তু তাঁর কাছেই নাকি যেতে দেওয়া হচ্ছিল না তাঁর আইনজীবীকে। শেষমেষ জোর করেই সই সংগ্রহ করা হয় আলিয়ার। গোটা ঘটনায় পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন তাঁর আইনজীবী।

থানায় পুলিসের সামনেই আলিয়াকে অপমান করা হয়েছে বলে অভিযোগ। নওয়াজের সঙ্গে তাঁর সম্পর্কের বৈধতা, এমনকি সন্তানের পিতৃপরিচয় নিয়েও প্রশ্ন উঠেছে। কিন্তু পুলিস সম্পূর্ণ নির্বিকার থেকেছে বলে অভিযোগ আলিয়ার আইনজীবীর।

Niranjana Nag

সম্পর্কিত খবর