ভারত-চিন উত্তেজনার প্রভাব আমিরের ছবিতেও, বদলালো শুটিং সিডিউল

বাংলাহান্ট ডেস্ক: গালওয়ান সীমান্তে ভারত-চিন উত্তেজনার প্রভাব ছড়িয়ে পড়েছে গোটা দেশে। ব‍্যতিক্রম নয় সিনে ইন্ডাস্ট্রিও। সমস‍্যার মুখে পড়েছে আমির খানের (aamir khan) আগামী ছবি ‘লাল সিং চাড্ডা’ (lal singh chaddha)। কলকাতা, দিল্লি, রাজস্থান, চণ্ডীগড় ও অমৃতসরে শুটিংয়ের পর লাদাখে হওয়ার কথা ছিল পরের শুটিং সিডিউল। কিন্তু সীমান্তে উত্তেজনার ফলে আপাতত এই পরিকল্পনায় ইতি টানতে হয়েছে পরিচালক অদ্বৈত চন্দনকে।
সূত্রের খবর, লাদাখে যে শুটিং হওয়ার কথা ছিল তা এবার কার্গিলে করার কথা চিন্তা ভাবনা করছে ভায়াকম ১৮ মোশন পিকচার্স, অদ্বৈত চন্দন ও আমির খান। আগামী সপ্তাহে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।

1422769 aamir 1496120439 493 640x480 1
লাদাখে শুটিং করার পরিকল্পনা তো বাতিল হয়েই গিয়েছে। এছাড়া আমিরও অক্টোবরের আগে শুটিং শুরু করতে চান না বলেই জানা গিয়েছে। অভিনেতার কথায়, বর্তমান পরিস্থিতির মধ‍্যে শুটিং করে কলাকুশলীদের বিপদের মধ‍্যে ঠেলে দিতে চান না তিনি। কিছুদিন আগেই জানা গিয়েছিল আমিরের বাড়ির বেশ কয়েকজন কর্মচারীর শরীরে মিলেছে করোনা। সম্ভবত, এরপরেই চিন্তায় পড়েছেন অভিনেতা। যতদিন না পরিস্থিতির একটু উন্নতি হচ্ছে ততদিন উনি কাজ শুরু করবেন না বলেই জানিয়েছেন।

images 2020 07 06T151529.537
আমিরের বক্তব‍্য, কিছু দেশ করোনার প্রভাব একটু কমতেই কড়াকড়ি শিথিল করে দেয়। এর পরেই ফের বাড়বাড়ন্ত শুরু হয় এই ভাইরাসের। এই কারনে এই সময় শুটিং শুরু করা খুবই বিপদজনক। রিপোর্ট অনুযায়ী, এখনও আমিরের এই ছবির একটি গুরুত্বপূর্ণ অংশের শুটিং বাকি রয়েছে।
১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত অস্কারজয়ী হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’এর হিন্দি সংষ্করণ লাল সিং চাড্ডা। আমিরের বিপরীতে এই ছবিতে দেখা যাবে করিনা কাপুর খানকে।


Niranjana Nag

সম্পর্কিত খবর