অরবিন্দ কেজরীবালকে নজরবন্দী করেছে দিল্লী পুলিশ! গুরুতর অভিযোগ আম আদমি পার্টির

বাংলা হান্ট ডেস্কঃ কৃষকদের ডাকা ভারত বনধের (Bharat Bandh) দিলে আম আদমি পার্টি (Aam Aadmi Party) দিল্লী পুলিশের বিরুদ্ধে বড়সড় অভিযোগ করেছে। তাঁরা অভিযোগ করে বলেছে যে, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে (Arvind Kejriwal) দিল্লী পুলিশ বাড়িতে নজরবন্দী করে রেখেছে। AAP অভিযোগ করে বলে, এগুলো সব স্বরাষ্ট্র মন্ত্রালয়ের ইশারায় হচ্ছে।

AAP অভিযোগ করে বলে যে, দিল্লী পুলিশ বিজেপির সহযোগিতায় দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে বাড়িতে নজরবন্দী করে রেখেছে। সিঙ্ঘু বর্ডার থেকে বাড়ি ফেরার পর নজরবন্দীর মতো অবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছে আম আদমি পার্টি।

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের সমস্ত বৈঠক রদ হয়ে গিয়েছে। আম আদমি পার্টি অভিযোগ করে বলেছে যে, স্বরাষ্ট্র মন্ত্রালয়ের আদেশে পুলিশ দিল্লী নগর নিগমের তিনজন মেয়রকে মুখ্যমন্ত্রী কেজরীবালের বাড়ির সামনে ধরনায় বসিয়ে দিয়েছে। এই বাহানায় পুলিশ মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে ব্যারিকেডিং করে দিয়েছে। এরফলে মুখ্যমন্ত্রী কেজরীবাল না কারোর সাথে দেখা করতে পারছে, আর না বাইরে যেতে পারছে। AAP জানায়, আজ ভারত বনধের দিনে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের নির্দেশে দিল্লী পুলিশ এই কাজ করেছে।

উত্তর দিল্লীর ডিসিপি AAP এর অভিযোগ খারিজ করে দিয়ে মুখ্যমন্ত্রী কেজরীবালের বাড়ির বাইরে মোতায়েন পুলিশ আর ব্যারিকেডিংকে সুরক্ষার জন্য ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে। তিনি জানিয়েছেন, AAP আর অন্য দলের মধ্যে যাতে কোনও গণ্ডগোল না হয় সেই কারণে এই সুরক্ষা প্রদান করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে বাড়িতে নজরবন্দী করা হয়নি বলে জানান তিনি।

Koushik Dutta

সম্পর্কিত খবর