‘জাস্টিস দেবাংশু বসাক…’, SSC মামলার রায়দান নিয়ে কী বললেন প্রাক্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি?

বাংলা হান্ট ডেস্কঃ বহু প্রতীক্ষার অবসান! আজ এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার (SSC Recruitment Corruption case) রায়দান। কলকাতা হাইকোর্টের ( Calcutta High Court ) বিচারপতি বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এসএসসির সমস্ত মামলার রায় দেবে। গত ১৩ই মার্চের শুনানির পর্যবেক্ষণে দু’টি বিকল্পের কথা উল্লেখ করেছিলেন বিচারপতি বসাক (Justice Debangshu Basak)।

বিচারপতি বলেছিলেন দুর্নীতি প্রমাণিত হলে সম্পূর্ণ নিয়োগই বাতিল করা হতে পারে অথবা বাতিল করা হতে পারে গোটা নিয়োগের অংশবিশেষ। আজ শেষমেষ কী রায় দেয় সেই চূড়ান্ত রায়দানের দিকেই তাকিয়ে ২৫ হাজার চাকরিপ্রার্থী থেকে শুরু করে শিক্ষা এবং রাজনৈতিক মহল। নিয়োগ মামলার সাথে আরেকটি নাম যা ওতপ্রোতভাবে জড়িত তা হল হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)।

একসময় SSC-দুর্নীতি মামলায় একের পর এক উল্লেখযোগ্য রায় দিয়ে গোটা রাজ্যে সাড়া ফেলে দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার কড়া কড়া নির্দেশেই বুকে বল ফিরে পেয়েছিল হাজার হাজার চাকরিপ্রার্থী। যদিও তিনি এখন বিচারব্যবস্থা থেকে বহু দূরে। তমলুকে ভোটপ্রচারে ব্যস্ত। লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হয়েছেন যে। আজকের এই রায়দান নিয়ে কী ভাবছেন তিনি?

এই নিয়ে প্রশ্ন করা হলে প্রাক্তন বিচারপতি বলেন, ‘আমি তো করেছিলাম। মামলা সুপ্রিম কোর্ট যায়। এখন বিষয়টা জাস্টিস দেবাংশু বসাকের আন্ডারে আছে। দেখা যাক কাল কী রায় দেয়।’ প্রসঙ্গত, এর আগে এই মামলার শুনানি করেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন জাস্টিসের দেওয়া বিভিন্ন রায় নিয়ে রাজ্য সরকার তরফে আপত্তি জানানো হয়েছে। পরে ঘটনাচক্রে বিচারপতির এজলাস থেকে মামলা সরানো হয়।

abhijit sf

আরও পড়ুন: ‘ষড়যন্ত্র করছে…’, তৃণমূল নয় এবার অভিজিৎ গাঙ্গুলির নিশানায় অন্য কেউ, ভোটের মাঝেই তোলপাড়

এরপর সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট মামলাগুলি অন্য কোনও এজলাসে পাঠানোর জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দিয়েছিলেন। এরপর থেকেই প্রধান বিচারপতির নির্দেশে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি চলছিল। সুপ্রিম কোর্ট ছয় মাসের মধ্যে বিশেষ বেঞ্চকে ছ’মাসের মধ্যে শুনানি শেষ করতে বলেছিল। সেই মতো গত ডিসেম্বর মাস থেকে মামলাগুলির শুনানি শুরু হয় বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ বেঞ্চে। অবশেষে লোকসভা ভোটের মাঝে আজ সোমবার সেই মামলার রায় দিতে চলেছে কলকাতা হাইকোর্ট।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর