বাংলা হান্ট ডেস্ক : ফের কেন্দ্রের টাকা বন্ধের বিষয় নিয়ে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আলিপুরদুয়ারে (Alipurduar) তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক দাবি করেন, ‘আপনারা যাদের বিধায়ক করেছিলেন আলিপুরদুয়ারে, তারাই দিল্লিতে চিঠি লিখে বলছেন বাংলার টাকা বন্ধ করতে।’
অভিষেক এদিন বলেন, ‘১০০ দিনের টাকা দেয় কেন্দ্রীয় সরকার। আর লক্ষ্মীর ভান্ডার টাকা দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সাড়ে সাত হাজার কোটি টাকা কেন্দ্র আটকে রেখেছে।’ বিজেপিকে কার্যত চ্যালেঞ্জ করে তিনি বলেন, ‘আলিপুরদুয়ারে একটা বাড়িতে দূর্নীতি হয়েছে বিজেপি দেখাতে পারলে আমি আলিপুরদুয়ার জেলায় আর কোনও দিন আসব না।’
সভার মঞ্চ থেকে অভিষেক বলেন, ‘প্রধানমন্ত্রী, অমিত শাহ, বিরোধী দলনেতাকে বলব, আমাকে গালাগাল দিন। সকাল শুরু হয় অভিষেক দিয়ে, রাতে শেষ হয় অভিষেককে দিয়ে। আমাকে গালাগাল দিন। কিন্তু বাংলার মানুষের টাকা আটকাবেন না। মানুষের সঙ্গে প্রতিহিংসামূলক আচরণ করবেন না’।
এরপরই পদ্ম শিবিরকে নিশানা করে তৃণমূকের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অস্ত্রের ঝনঝনানি আর নৈরাজ্য সৃষ্টি হয়েছে। মোদী-অমিত শাহ-সভাপতি যদি বলতে পারে একটা সভা করে পৃথক রাজ্য গড়ব, তাহলে রাজনীতি ছেড়ে দেব। আসলে এই সব পৃথক রাজ্য বলে চিমটি কেটে দেয়’।
এরপরই ওঠে চা বাগানের সমস্যার কথা। সেই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কোহিনূর চা বাগানের সমস্যা মিটে গিয়েছে। আগামী সপ্তাহে খুলে যাবে। শ্রমিকদের ১০০০ টাকা অগ্রিম দেওয়া হয়েছে। চা বাগানের মজুরি ৬৭ থেকে ২৫০ হয়েছে। আমি বলেছি আরও বাড়াতে হবে। মানুষ খাবে কি? তেল,সবজি, গ্যাস, কেরোসিনের যা দাম। এর জন্য দায়ী বিজেপি সরকার।’