‘বাপ-মায়ের ঠিকানা নেই নাকি”, মমতার বিরুদ্ধে দিলীপের কুরুচিকর মন্তব্য! গ্রেফতারির দাবি অভিষেকের

বাংলা হান্ট ডেস্কঃ অতীতেও একাধিকবার তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-নেত্রীদের নিশানা করে বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় বিজেপি নেতা দিলীপ ঘোষকে। সম্প্রতি সকল সীমা লঙ্ঘন করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটূ ভাষায় কটাক্ষ করতে শোনা যায় দিলীপ ঘোষকে আর এবার এর জেরে বিজেপি নেতার গ্রেপ্তারির দাবি তুলে বসলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, “বর্তমানে রাজনীতিতে শুধুমাত্র কাদা ছোঁড়াছুঁড়ি চালাচ্ছেন দিলীপ ঘোষের মতো লোকজনেরা। আমি ওর গ্রেফতারির দাবি জানাচ্ছি।” একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্যাগও করেন তিনি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগদান করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটূ ভাষায় আক্রমণ করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “বাংলায় থাকলে উনি বলেন বাংলার মেয়ে। আবার গোয়ায় গিয়ে বলেন সেখানকার মেয়ে। বাবা মায়ের কি কোন ঠিকানা নেই। যেখানে যাচ্ছেন সেখানে গিয়ে ইচ্ছামত যা খুশি বলছেন, এটা কি হয় নাকি?”

mamata dilip

দিলীপের এই মন্তব্যের বিরুদ্ধে এদিন সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একজন মহিলা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কিভাবে এহেন কটূ মন্তব্য করতে পারেন তিনি, তা নিয়ে ইতিমধ্যেই বিজেপি নেতার বিরুদ্ধে সোচ্চার হয়েছে তৃণমূলের কর্মী এবং সমর্থকেরা।

এই প্রসঙ্গটিকে হাতিয়ার করে এদিন তৃণমূল নেতা বলেন, “দিলীপ ঘোষের মতো লোকেরা শুধুমাত্র ভুলভাল কথা বলে চলেন। এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। একজন মহিলা মুখ্যমন্ত্রীকে নিয়ে বিজেপি নেতারা এই সকল কথাবার্তা বলে চলেছেন। তাদেরকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন রয়েছে।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর