কুন্তলেই বিপাক! মহা ফ্যাসাদে অভিষেক, নিয়োগ দুর্নীতি মামলায় বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) জোর ধাক্কা অভিষেকের (Abhishek Banerjee)। সিবিআই এর পাশাপাশি এবার ইডিও (ED) জেরা করতে পারবে অভিষেক বন্দ্যাপাধ্যায়কে, সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল নিয়োগ মামলায় এবার চাইলে অভিষেককে জেরা করতে পারবে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অর্থাৎ হাইকোর্টের (High Court) রায়ই বহাল রাখলো শীর্ষ আদালত।

শিক্ষক কেলেঙ্কারি ইস্যুতে কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেককে জেরা করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সাংসদ। সোমবার সেই মামলার শুনানিতেই রক্ষাকবচ পেলেন না তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক।

সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, এই মুহূর্তে মামলায় হস্তক্ষেপ করা মানে তদন্ত বন্ধ করা। তাই হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করবে না। প্রসঙ্গত, হুগলীর প্রাক্তন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের লেখা চিঠিতে উঠে এসেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। সেই মামলা ওঠে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। বিচারপতি সাফ নির্দেশ দেন নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের স্বার্থে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি-সিবিআই।

high court, supreme court

পরে অবশ্য ঘটনাক্রমে সেই মামলার এজলাস নদল হয়েছে যায় হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা কাছে। তিনিও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ই রাখেন। সাথেই অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা করে জরিমানাও নির্দেশ দেন। এরপরই এই রায়ের বিরোধীতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সাংসদ। আজ সেই মামলার শুনানিতেই বড় রায় দিল শীর্ষ আদালত।

অভিষেকের বিরুদ্ধে সিবিআই এবং ইডি তদন্ত বাধাহীন। অভিষেককে FIR খারিজেরও আবেদন করার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। যদিও সুপ্রিম কোর্ট জানিয়েছে, অভিষেককে এই মামলায় জরিমানা দিতে হবে না। সেই বিষয়ে মিলেছে স্বস্তি। সূত্রের খবর আজ সর্বোচ্চ আদালতে, কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এম ভি রাজু মামলার শুনানির সময় সুপ্রিম কোর্টে জানান, ‘শিক্ষক নিযোগ দুর্নীতি মামলায় অভিষেকের বিরুদ্ধে কিছু যোগ পাওয়া গেছে।’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর