বাদ যাবে ১৭ লক্ষ নাম? ভোটার লিস্টে বিরাট কারচুপি ফাঁস! বড় অ্যাকশন শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্ক : ভোটের মুখে বড়সড় বোমা ফাটালো বিজেপি (BJP)। ফের একবার রাজ্যে ‘ভুয়ো ভোটার’ নিয়ে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বঙ্গ বিজেপির দাবি, নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে তাতে ১৭ লক্ষ নাম নাকি ‘ভুয়ো’। বুধবার প্রায় ১৭ লক্ষ ডুপ্লিকেট ভোটারের তালিকাসহ রাজ্য নির্বাচনী আধিকারিককে চিঠিও পাঠিয়েছে রাজ্য বিজেপি।

রাজ্য বিজেপির দাবি, এই তালিকায় এমন অনেক নাম রয়েছে যার কোনও বাস্তব অস্তিত্বই নেই। আবার কারও কারও নাম দুবারও রয়েছে বলে অভিযোগ। কারও নাম তো আবার একাধিকবার রয়েছে। আর এভাবেই কম করে হলেও ১৬,৯১,১৩২ টি নামে গরমিল রয়েছে বলে দাবি করেছে রাজ্য বিজেপি।

বুধবার নির্বাচন কমিশনের দফতরে যে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রায় ১৭ লক্ষ ভোটে পিছিয়ে ছিল তৃণমূলের থেকে। আর এই ‘ডুপ্লিকেট ভোটার’-র সংখ্যাও তার সমান সমান। বুধবার এই অভিযোগে সরব হন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দলের দুই নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় ও শিশির বাজোরিয়া।

আরও পড়ুন : করমণ্ডলের স্মৃতি উস্কে ভয়াবহ রেল দুর্ঘটনা জামতাড়ায়! মৃত অন্তত ১২, আহত একাধিক

1708835122 1701604095 1696324583 suvendu adhikari

এইদিন শুভেন্দু অধিকারী বলেন, ‘গত ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের দিন জাতীয় নির্বাচন কমিশনার ভোটার তালিকা প্রকাশ করে। আমরা প্রায় ৩ সপ্তাহ ধরে সেই ভোটার তালিকা খতিয়ে দেখে মোট ১৬ লক্ষ ৯১ হাজার ১৩২টি ডুপ্লিকেট ভোটারের নাম পেয়েছি, যাদের বাবার বা স্বামীর নাম ও বয়স মিলে গিয়েছে। এমনকি ১১ হাজার জন ভোটারের ক্ষেত্রে ভোটার কার্ডের নম্বরও মিলে গিয়েছে। ৪২টি কেন্দ্রের ভুয়ো ভোটারের নামসহ ১৪ হাজার ২৬৭ পাতার নথি আমরা রাজ্য নির্বাচনী আধিকারিকের কাছে জমা দিয়েছি।’

আরও পড়ুন : ভোটের আগেই বঙ্গে শক্তি বাড়ল বিজেপির! শুভেন্দুর হাত ধরে ঘর ওয়াপসি কালিয়াগঞ্জের বিধায়কের

রাজ্য বিজেপির দাবি, এই গোটা কর্মকাণ্ডের পেছনে রয়েছে তৃণমূল‌। সমস্ত প্ল্যান করেই এইসব ‘ডুপ্লিকেট ভোটার’ তৈরি করেছে শাসক শিবির। যদিও তৃণমূলের তরফে ঝেড়ে ফেলা হয়েছে এই অভিযোগ। তৃণমূলের রাজ্যসভা সাংসদ শান্তনু সেন বলেন, ‘বিজেপির মুখে এ সব কথা মানায় না, মিথ্যাচার এবং চটকদারি রাজনীতি করে শুভেন্দু অধিকারী বাজারে টিকে থাকতে চান।’


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর