বাংলাহান্ট ডেস্ক: যত সময় এগোচ্ছে ততই বাড়ছে তাপমাত্রার পারদ। গোটা দেশ তীব্র দহন জ্বালায় ওষ্ঠাগত। গরমের হাত থেকে মুক্তি পেতে অনেকেই বিভিন্ন পন্থা অবলম্বন করছেন। তবে সম্প্রতি ভারতীয় রেলের এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে অনেকেই অবাক হয়ে গেছেন। এই ভিডিও নিয়ে এখন হইচই হচ্ছে নেট দুনিয়ায়।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে এসি ২ টিয়ার কামরায় এত ভিড় যে সেখানে তিল ধারনের জায়গা নেই। সেই ভিড়ের মধ্যেই অনেকেই জায়গা করে নিচ্ছেন কোনোক্রমে। এই ভিডিওটি যিনি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ট্যাগ করেছেন। এই নেট ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করেছেন।
আরোও পড়ুন: দার্জিলিং, কালিম্পং তো অনেক হল! ডুকা ভ্যালিতে ঘুরেছেন কখনও? গরমে না গেলেই বড়সড় লস
তিনি লিখেছেন, ‘এটা কোনও জেনারেল কোচ নয়, স্লিপারও নয়, থার্ড এসিও নয়। এটা এসি২। ভারতীয় রেলের প্রিমিয়াম কোচে এমন ভিড় পৌঁছেছে।’ এই ভিডিও দেখে সত্যিই বিশ্বাস করা কঠিন যে এটি ট্রেনের এসি২ টিয়ার কামরা। এই ভিডিওতে দেখা যাচ্ছে কেউ বসে রয়েছেন ট্রেনের মেঝেতে, আবার কেউ লোকাল ট্রেনের মতো দাঁড়িয়ে যাত্রা করছেন।
আরোও পড়ুন : এবার খালি সিটের লিস্ট দেখাবে রেল! বুকিং করতে পারবেন মনের মত জায়গা, নয়া সুবিধা IRCTC’র
এই ভিডিও দেখার পর রেল কর্তৃপক্ষের মনোভাব নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। একজন যেমন বলছেন, ‘২ এসির যদি এতটা খারাপ হাল হয়, তাহলে স্লিপার আর জেনারেল-এ কী অবস্থা তা বোঝাই যাচ্ছে।’ আবার কারোর মতে, ‘কারোর কোও দায় নেই। এমন বহু ভিডিয়ো আজকাল আসছে।
This is not a General Coach
This is not a Sleeper Coach
This is not a 3AC CoachThis is a 2nd AC Coach!!
The crowd has reached one of the most premium coaches of Indian Trains. Only First AC is left to be destroyed by @AshwiniVaishnaw pic.twitter.com/qyByUevhUd
— Kapil (@kapsology) April 19, 2024
মনে হচ্ছে, শুধু বুলেট ট্রেন ও বন্দে ভারতে রয়েছে।’ জানা যাচ্ছে, এই ঘটনাটি ক্যায়ফিয়াৎ সুপারফাস্ট এক্সপ্রেসের। মাঝেমধ্যেই এই ধরনের ঘটনা ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ‘রেলওয়ে সেবা’কে ট্যাগ করে অনেকেই প্রশ্ন তুলছেন সেই সব ঘটনা নিয়ে।